হিট এখন ‘বিন্দা মেসো’, ফেল ‘বিন্দু মাসি’

আসলে এই চরিত্রটি একটি ছদ্মবেশ চরিত্র। এই সিরিয়ালের বটব্যাল ফুল মাসির ছদ্মবেশ ধারণ করে রয়েছে। এই ফুল মাসির চরিত্রটির লুক অনেকটা অভিনেত্রী অনামিকা সাহা ‘বিন্দু মাসী’র মত।

শুভঙ্কর, কলকাতা: এখন বাংলা ধারাবাহিক সিরিয়াল গুলোর মধ্যে চলছে বিশাল প্রতিযোগিতা। টিআরপির শীর্ষ ১০ তালিকায় থাকার জন্য উঠেপড়ে লেগেছে সব প্রোডাকশন হাউজগুলো। প্রতিনিয়ত তারা নতুন নতুন কিছু করে চমকে দিচ্ছে দর্শকদের। তার ফলে রমরমিয়ে বাড়ছে সিরিয়ালগুলোর টিআরপি। জি বাংলা সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় নিম ফুলের মধু। এবার তারা ‘ফুল মাসি’ নামের একটি চরিত্রকে নিয়ে এসে দর্শকদের চমকে দিয়েছে। যা নিয়ে ইন্টারনেট পাড়ায় চলছে তুমুল আলোচনা। আসলে এই চরিত্রটি একটি ছদ্মবেশ চরিত্র। এই সিরিয়ালের বটব্যাল ফুল মাসির ছদ্মবেশ ধারণ করে রয়েছে। এই ফুল মাসির চরিত্রটির লুক অনেকটা অভিনেত্রী অনামিকা সাহা ‘বিন্দু মাসি’র মত। তাই এই নতুন চরিত্রকে ‘বিন্দা মেসো’ নাম দিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

যারা এই সিরিয়াল নিয়মিত দেখেন তারা জানেন তিন্নি আর বটব্যাল দুজনে মিলে পর্ণার জীবন অতিষ্ঠ করে তোলার জন্য হাত ধুয়ে পিছনে পড়ে রয়েছেন। এখন সরাসরি আক্রমণ করার জন্য ফুল মাসি সেজে দত্ত বাড়িতে এসে উপস্থিত হয়েছে এই বটব্যাল।আসলে  তিন্নির বটুসোনার বেআইনি সোনা পাচারের ঘটনা পুলিশকে জানিয়ে দিয়েছে পর্ণা। তাকে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সুপ্রকাশ। তারপর থেকেই ছদ্মবেশ ধারণ করে রয়েছে এই চরিত্রটি। সৃজনের বড় বৌদি এবং বড় দাদা টাকার লোভের কারনে তাকে বাড়িতে থাকতে দেয়। এদিকে ঘটে যায় অন্য ঘটনা। দত্ত বাড়ির কাজের লোক মঙ্গলা ফুল মাসিকে দাড়ি কাটতে দেখে ফেলে। যদিও মৌমিতা এসে সেই সময় সম্পূর্ণটা ম্যানেজ করে নেয়। তবে মঙ্গলার কথায় পর্ণার মনে সন্দেহ হয়।

Zee Bangla,Bengali serial,Neem phuler modhu,Bindu masi,Porna

এমনকি তার গলার স্বরেও সন্দেহ বাড়ে পর্ণার।এরপরেই পর্ণা জোর করে ফুল মাসিকে রান্না করার জন্য টেনে নিয়ে আসে। আর তাকে রান্না করতে দেয়। কিন্তু সে রান্না করতে পারে না। এরপর সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য অজুহাত খোঁজে ফুল মাসি। এখন পর্ণার সন্দেহ আরও পাকা হয়ে গেছে। তাহলে কি ধরা পড়বে ফুল মাসি?টানটান উত্তেজনায় রয়েছে এই সিরিয়াল। এদিকে সুপ্রকাশকে ফুল মাসির চরিত্রে দেখে তুমুল হইচই নেটিজেনদের মধ্যে। যা সিরিয়ালের টিআরপি বাড়াতে অনেকটাই সাহায্য করছে।




Leave a Reply

Back to top button