শাড়ি পরে ব্লাউজ খুলে সেলফি! ‘উচ্ছে’ আদৃতের হৃদয় গলাতে আরও উত্তেজনায় উত্তেজিত কৌশাম্বি..
মাসখানেক আগেও টলিউডে ত্রিকোণমিতি তৈরি করেছিল আদৃত-কৌশাম্বি-সৌমিতৃষার সম্পর্ক। পরিস্থিতি যদিও এখন অনেকটাই স্বাভাবিক। তবুও ব্লাউজ ছাড়া কৌশাম্বিকে দেখেই শুরু উচ্ছেবাবুক নিয়ে চর্চা।
আদৃত সোশ্যাল মিডিয়ায আসেন না বললেই চলে। এদিকে খুব অ্যাক্টিভ সৌমিতৃষা আর কৌশাম্বি দুজনেই। তবে একে-অপরকে এড়িয়েই চলেন।
আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তীর প্রেম এখন ‘টক অফ দ্য টাউন’। মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় থেকেই বন্ধুত্বের সূত্রপাত। অচিরেই তা গড়ায় প্রেমে। অনস্ক্রিন ভাইবোনের ভূমিকায় দেখা গেলেও, মন দিয়ে বসেন একে-অপরকে।
1/6
সোমবার এই লাল পাড়ের সাদা হাকোবা শাড়ি পরার ছবিটা শেয়ার করে নিয়েছেন কৌশাম্বি। পরেননি ব্লাউজ। তোলা হয়েছে মিরর সেলফি। ক্যাপশনে কিছুই লেখেননি। তবে নিমেষে ছবিখানা ভাইরাল। একজন লিখলেন, ‘চোখ তো ফেরাতেই পারছি না।
2/6
মিঠাই-দর্শকদের অনেকেরই পছন্দ ছিল না আদৃত আর কৌশাম্বির প্রেম। বরং তাঁরা চাইতেন প্রেমটা হোক আদৃত আর সৌমিতৃষার মধ্যেই। এই নিয়ে বারবার সমালোচনায় পড়তে হয়েছে কৌশাম্বিকেই।
3/6
‘খুব রাগ হয়েছিল যখন দেখেছিলাম কেউ আমার ছবির সঙ্গে অদৃত চুমু খাচ্ছে এমন কিছু জুড়ে বানিয়ে ফেলেছেন। তখন প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম, আপনি তো বেশে ভালো গল্প বানান মশাই, গল্প দিন তাহলে সৎ পথে খেটে খেতে পারবেন। কী যে বলি এদের…’, বলেছিলেন সৌমিতৃষা হিন্দুস্তান টাইমসকে।
4/6
আদৃত সোশ্যাল মিডিয়ায আসেন না বললেই চলে। এদিকে খুব অ্যাক্টিভ সৌমিতৃষা আর কৌশাম্বি দুজনেই। তবে একে-অপরকে এড়িয়েই চলেন।
5/6
২০২২ সাল থেকেই যখন আদৃত আর কৌশাম্বি কাছাকাছি আসতে শুরু করেন, দৃরত্ব বাড়তে শুরু করে সৌমিৃষার সঙ্গে। ইনস্টাগ্রামে সেই সময় একে অপরকে আনফলোও করে দেন সৌমি আর কৌশাম্বি। সোশ্যাল মিডিয়ায় একটা সময় সৌমিতৃষা আর কৌশাম্বির মাখামাখি চোখে পড়ত।