‘বড় স্তনের কারণে অনেকে বাস্টি বলত, এখন আমিই টপের বোতাম খোলা রাখি’, সোজাসাপটা দিব্যা
‘শরীর আমার সম্পদ। পুরুষের চোখে আমি সেক্সি। কেরিয়ারের শুরুর দিকে অনেকেই ‘বাস্টি’ বলত। সেটাকেই ইতিবাচক দিন বানিয়ে নিই।

বড় স্তন হলেই নাকি বলিউডে এন্ট্রি পাওয়া যায়। এমন মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন রাখী সাওয়ান্ত। অর্থাৎ বলি নায়িকাদের শরীর দেখালেই চলবে। অভিনয় না জানলেও অসুবিধা নেই। কিন্তু সত্যিই কি তাই?
এবার প্রায় একইরকম কথা শোনা গেল দিব্যা দত্তর মুখেও। ভারী স্তনের কারণেই নায়িকা হতে পারেননি তিনি, এমনই দাবি দিব্যার। নিজের শরীরের কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দিব্যার প্রথম ছবি ‘বীর জারা’। শাহরুখ খান এবং প্রীতি জিন্টার সঙ্গে তাঁর অভিনয়ও নজর কাড়ে দর্শকদের। তবে ফারহান আখতারের ‘ভাগ মিলখা ভাগ’-এ তাঁর কাজ সবচেয়ে প্রশংসিত হয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিনগুলো নিয়ে মুখ খোলেন দিব্যা। সেখানেই জানান, ভারী স্তনের কারণে তাঁর ‘হেনস্থা’ হওয়ার কথা।
দিব্যার কথায়, ‘আমি টিপ্যিকাল বলিউড নায়িকাদের মতো লম্বা সুন্দরী নই। রবং কিছুটা বেঁটে। আমি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখছি, তখন অ্যাকশন সিনেমার দাপট। নায়করাও লম্বা। আমাকে সেই ধাঁচে ফেলা কঠিন’।
মূল ধারার বলিউড সিনেমায় নায়িকাদের অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ নেই বললেই চলে। নায়িকারা সেখানে শরীর সর্বস্ব। অতীতে অনেকেই এমন অভিযোগ করেছেন। দিব্যাও ঘুরিয়ে সে কথাই বললেন।
‘বীর জারা’ খ্যাত দিব্যার কথায়, ‘শরীর আমার সম্পদ। পুরুষের চোখে আমি সেক্সি। কেরিয়ারের শুরুর দিকে অনেকেই ‘বাস্টি’ বলত। সেটাকেই ইতিবাচক দিন বানিয়ে নিই। টপের উপরের বোতাম খুলে রাখতে শুরু করি। অর্থাৎ নিজেকে ‘সেক্সি’ হিসেবে উপস্থাপিত করা।
এমন আচরণ কী সঠিক? দিব্যার কথায়, ‘কেন নয়? এটা আমার সম্পদ। আমার নিজের সবকিছুকেই আমি নিজের সম্পদ মনে করি। পুরুষরা আমাকে সেক্সি ভাবেন, মহিলারাও’।