আর লুকোচুরি নয়, এবার একসঙ্গেই দেখা যাবে শ্রীময়ী ও কাঞ্চনকে
এক সময় কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে বিস্তার জলঘোলা হয়েছে। সেই জল্পনায় এবার নতুন মাত্রা যোগ করলেন স্বয়ং শ্রীময়ী। নতুন করে ভক্তদের মধ্যে এই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শুভঙ্কর, কলকাতা: ২০১৩ থেকে ২০২৩ মাঝে ১০টা বছর কেটে গিয়েছে তাঁদের একসঙ্গে কাজ করার। একজন অভিনয়ের সঙ্গে সঙ্গে রাজনীতিতেও হাত পাকিয়েছেন। অন্যজন কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর ফের টেলিভিশনের পর্দায় বেশ সুনামের সঙ্গে ফিরে এসেছেন । প্রথমজন টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। দ্বিতীয়জন ছোট পর্দার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এঁদের সম্পর্ক নিয়ে এখনও, বিস্তর আলোচনা হয় টলিপাড়ায়। এবার স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে এই দুজনকে।
এক সময় কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে বিস্তার জলঘোলা হয়েছে। সেই জল্পনায় এবার নতুন মাত্রা যোগ করলেন স্বয়ং শ্রীময়ী। নতুন করে ভক্তদের মধ্যে এই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত শ্রীময়ীর করা একটি পোস্টকে ঘিরে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এই দুই ‘মনের মানুষ’ একসঙ্গে কাজ করতে চলেছেন। তবে কবে কোথায় তাঁদেরকে দেখা যাবে সে বিষয়ে মুখ খোলেননি কেউ। এমনকি প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও কিছু জানানো হচ্ছিল না। এবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন কাঞ্চনের ‘মনের মানুষ’। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে ধারাবাহিক সিরিয়ালের ‘সুধাময়ী’র চরিত্রে শ্রীময়ীকে দেখতে পাচ্ছেন দর্শকরা। এখানেই এবার কাঞ্চনকে দেখা যাবে এক সাধুর চরিত্রে। সিরিয়াল চলার চার মাস পরে ‘হরিদাসের’ চরিত্রে এন্ট্রি মারতে দেখা যাবে এই অভিনেতাকে। এই কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন ছোট পর্দার ‘সুধাময়ী’। কাঞ্চনের সঙ্গে কাজ করতে পেরে তিনি কতটা খুশি তা জানিয়েছেন শ্রীময়ী। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে ট্র্যাডিশন ড্রেস শাড়ি পড়ে দেখা গেছে চট্টরাজকে। পাশেই সাধু বাবার বেশে দাড়িয়ে রয়েছেন কাঞ্চন। পোস্টে শ্রীময়ী লেখেন, “ ২০১৩সালে প্রথম তোমার সঙ্গে কাজ করা। আবারও ১০বছর পর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের হাত ধরে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলাম। তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনেক কিছু অর্জন করেছি। এখনও অনেক শেখার বাকি আছে। হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু একজন ভাল অভিনেতাই নও, একজন ভাল মনের মানুষও”।
জনপ্রিয় সোশ্যাল সাইটে এই ছবি পোস্ট করার পর ফের এই দুজনের সম্পর্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নেট নাগরিকেরা। উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে কাঞ্চনের স্ত্রীর সঙ্গে তাঁর ঝামেলার পিছনে শ্রীময়ীর নাম উঠে আসে। অভিযোগ ওঠে কাঞ্চন শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে এই বিষয়ে দুইজন কোনও দিনই প্রকাশ্যে কিছুই স্বীকার করেননি। এখন কাঞ্চন ও তাঁর স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন। এখন দেখার এই জুটির একসঙ্গে কাজ করার পর জল কোন দিকে গড়ায়।