আসছে নতুন গোয়েন্দা, চরিত্র অভিনয়ে কি চিরঞ্জিত
ভাদুড়ি মশাইয়ের চরিত্রে দেখা যেতে পারে চিরঞ্জিতকে। এমনটাই খবর টলিপাড়া সূত্রে

শুভঙ্কর, কলকাতা: এখন ওয়েব সিরিজের রমরমা বাজার। বিভিন্ন ওটিটি প্লাটফর্ম ওয়েব সিরিজ বানিয়ে চলেছে। বাংলায় যে সব কাজ হচ্ছে খেয়াল করলে দেখা যাবে তার মধ্যে অধিকাংশই রহস্য রোমাঞ্চ নিয়ে। শুধুমাত্র ওটিটি প্লাটফর্মে নয় বড় পর্দাতেও এই ধরনের গল্পের কাজ বেশি হচ্ছে। তালিকাটা অনেক দীর্ঘ। ফেলুদা, ব্যোমকেশ, একেন বাবু, মিতিন মাসি, কিরিটি, শবরা রয়েছে এই তালিকায় হয়। এর মধ্যে এবার নতুন সংযোজন হতে চলেছে ভাদুড়ী মশাই। এই নতুন ওয়েব সিরিজে গোয়েন্দা ভাদুড়ি মশাই এর চরিত্রে দেখা যেতে পারে চিরঞ্জিতকে। এমনটাই খবর টলিপাড়া সূত্রে।
লেখক, কবি ও সাংবাদিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গোয়েন্দা রহস্য গল্পের চরিত্র ভাদুড়ি মশাই নিয়ে এইবার কাজ শুরু হতে চলেছে। অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় এই সিরিজের পরিচালনা করবেন। এবার আসা যাক ভাদুড়ি মশায়ের ব্যাপারে। কে এই মিস্টার ভাদুড়ি। তিনি কি পেশায় কোনও গোয়েন্দা? উত্তরটা না। তবে পেশার জীবনে জড়িয়ে ছিলেন বিভিন্ন অপরাধের সঙ্গে। তিনি প্রাক্তন সিবিআই অফিসার। তবে পেশার জীবন থেকে ছুটি হলেও অপরাধের জগত তাকে হাতছানি দেয় বারংবার। সেই টানেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
ভাদুড়ী মশায়ের জন্য লেখক চরিত্রটাকে যেমন ভাবে তুলে ধরতে চাইছেন সবার সামনে তার জন্য একমাত্র উপযুক্ত চিরঞ্জিত। আর এই জন্যই ভাদুই মশাই চরিত্রের অফার নিয়ে যাওয়া হয়েছে চিরঞ্জিতের কাছে। সূত্রের খবর প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়ে গেছে। চিরঞ্জিতকে দর্শকরা এই প্রথম গোয়েন্দা চরিত্রে দেখবেন না। এর আগেও দর্শকরা তাকে গোয়েন্দা চরিত্রে দেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি কিরীটি’র চরিত্রে অভিনয়। আর চন্দ্রকান্তের চরিত্রে অভিনয় করেছেন ষড়রিপু ছবিতে। এখনও পর্যন্ত ভাদুড়ী মশাই সিরিজের কাস্টিং চলছে ও চিত্রনাট্যও তৈরি হচ্ছে। শুটিং হয়তো পুজোর পরেই শুরু হতে পারে। এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত।