বলিপাড়ার হিট কাপল রনবীর আলিয়াকে নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকদের। তাঁরা একে অপরের সঙ্গে কতটা সুখী তা প্রায়শই প্রশ্ন তোলা হয়। সম্প্রতি তেমনই এক প্রশ্নে মিষ্টি জবাব দেন অভিনেত্রী আলিয়া।
1/6
সম্প্রতি তেমনই এক প্রশ্নে মিষ্টি জবাব দেন অভিনেত্রী আলিয়া।
2/6
‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত আলিয়াকে জিজ্ঞেস করেন রনবীরের সবচেয়ে ভালো দিক কোনটি।
3/6
এর উত্তরে একটি ছবি শেয়ার করেন আলিয়া। যেখানে রনবীর ও আলিয়া একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সময় কাটাচ্ছেন।
4/6
অভিনেত্রীর কথায়, “ওর সামনে আমি আমার মতো করে থাকতে পারি। কোনোও ভেক ধরতে হয়না, মেকি কিছু থাকে না।”
5/6
অভিনেত্রীর এই পোস্ট সকলকে ফের একবার জানিয়ে দিল রনবীর কাপুরের সঙ্গে কতটা সুখী রয়েছেন তিনি।