দলাই লামার সেরা দশ উক্তি, যা বদলে দেবে আপনার জীবন

জীবনে সফলতার দিশারি দলাই লামার উক্তিগুলি। জেনে নিন কী বলেছেন তিনি

পূর্বাশা, হুগলি: দলাই লামা হলেন তিব্বতের আধ্যাত্মিক প্রধান এবং তিব্বতের শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী। ১৯৩১ সাল থেকে এখনও পর্যন্ত চোদ্দজন দলাই লামা এসেছেন। ১৪ তম দলাই লামা বিশ্বের সবচেয়ে সুপরিচিত বোদ্ধ শিক্ষক। তাঁর বলা উক্তিগুলি জীবন চালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই তেমনই কিছু উক্তি।

Spiritual,Spiritual leader,Dalai Lama,Quotes,Life advice

১) দলাই লামা বলেছেন, প্রেম ও করুণা বিলাসিতা নয়। এগুলো ছাড়া মানবতা বেঁচে থাকতে পারেনা।

২) কারোর প্রতি যদি আপনি স্নেহ প্রদর্শন করেন তবে দেখবেন ধীরে ধীরে বিশ্বাসের বিকাশ ঘটছে।

৩) আপনি যদি সুখী হতে চান তবে সহানুভূতিশীল হওয়ার অভ্যাস করুন।

৪) ‘সুখ’ এমনি এমনি আসে না, সুখ আসে আপনার নিজ কর্ম থেকে।

৫) রাগকে কখনও আপনার মনের ভেতর পুষে রাখবেন না।

Spiritual,Spiritual leader,Dalai Lama,Quotes,Life advice

৬) শান্ত মন অন্তরের শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে আসে। ভালো স্বাস্থ্যের জন্য শান্ত মন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭) কোনও পরিস্থিতিকে সমস্ত দিক থেকে বিবেচনা করুন। বিষয়টির উপলব্ধি করতে পারবেন।

৮) মন্দিরের দরকার নেই, জটিল দর্শনেরও প্রয়োজন নেই। আপনার মস্তিষ্ক ও হৃদয় আপনার মন্দির।

৯) কেবল প্রার্থনায় নয়, প্রতিদিনের জীবনে অন্যকে
সাহায্য করা উচিত আমাদের।

১০) হিংসা, দ্বেষ ভুলে আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে। এতেই সুখ আসবে জীবনে।




Leave a Reply

Back to top button