মামণিদি’কে অভিনয় জগতে দেখা যাচ্ছে না, চিন্তায় অনুরাগীরা
সেই জায়গায় দেখা যাচ্ছে অপরাজিত আঢ্যকে। যদিও ইন্ডাস্ট্রিতে তার এই সরে যাওয়া নিয়ে কানাঘুষও অনেক কিছুই শোনা যাচ্ছে।

শুভঙ্কর, কলকাতা: এক সময়ে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ইন্দ্রানী হালদার। তিনি জি বাংলা, স্টার জলসা সব প্লাটফর্মেই অভিনয় করেছেন। তার এক সময়কার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ছিল গোয়েন্দা গিন্নি। এছাড়াও তিনি আরো বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেন। এমনকি তিনি এক অ্যাওয়ার্ড সেরেমানিতে জি বাংলাকে বাপের ঘর এবং স্টার জলসাকে শ্বশুর ঘর বলে তুলনা করেন। সম্প্রীতি জি বাংলাতে অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো ঘরে ঘরে জি বাংলা। এই রিয়ালিটি শো এর এখন প্রায় 200 পর্ব ছুই ছুই। এই রিয়ালিটি শো এর প্রথম দিকে পোস্টার গার্ল হিসেবে তাকেই দেখা যেত। কিন্তু রিয়ালিটি শো শুরু হওয়ার পর থেকেই তাকে আচমকায় আর দেখা যাচ্ছে না। সেই জায়গায় দেখা যাচ্ছে অপরাজিত আঢ্যকে। যদিও ইন্ডাস্ট্রিতে তার এই সরে যাওয়া নিয়ে কানাঘুষও অনেক কিছুই শোনা যাচ্ছে। এমনকি এও শোনা গেছে প্রযোজনা সংস্থার সাথে মতের মিল না হওয়ার জন্য তিনি হয়তো সরে এসেছেন। যদিও ইন্দ্রানী হালদার এই বিষয়ে কিছুই মন্তব্য করেননি।
ইন্দ্রানী হালদার ইন্ডাস্ট্রিতে ‘মামণিদি’ নামে বেশ পরিচিত। সম্প্রীতি আর্টিস্ট ফোরাম সেলিব্রেশানেও তাকে দেখা যায়নি। কত সপ্তাহে ২৫ বছর পূর্তি সেলিব্রেশন করেছে আর্টিস্ট ফোরাম। সেখানে উপস্থিত ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় কিন্তু এরা থাকলেও এদের পাশে ছিল না ইন্দ্রানী। অনুরাগীরা ইন্দ্রানী এই অনুপস্থিতির জন্য বেশ চিন্তায় রয়েছেন। এত মন্তব্য বিতর্কের পর শেষ পর্যন্ত মুখ খোলেন অভিনেত্রী। তিনি বর্তমানে কলকাতায় নেই, রয়েছেন রাজস্থানে। একটা কাজের সফরের জন্যই তিনি রাজস্থানে রয়েছেন। কিন্তু তিনি কি ধরনের কাজের জন্য সেখানে গেছেন সেটা পরিষ্কার করে বলেননি। তবে তিনি শুধু জানিয়েছেন খুব শীঘ্রই তিনি ছোটপর্দায় ফিরবেন। অভিনেত্রী বলেন, ‘ আমার কাছে বিভিন্ন ধরনের গল্প আসছে। সেই গল্পগুলো পড়েও দেখছি। কিন্তু সব সময় তো মনের মত গল্প পাওয়া যায় না। তাই যদি মনের মত গল্প পাওয়া যায় তাহলে অবশ্যই কাজ করব। তবে হ্যাঁ সিনেমা এই মুহূর্তে করবো না আপাতত সিরিয়ালই করব।’
ছোট পর্দায় ইন্দ্রানী হালদার ফিরছে মানেই কোন না কোন চমক এবং ধামাকা থাকবেই। তিনি একটা সময় শুধু টলিউডের নয় মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতেও বেশ দাপটের সঙ্গেই কাজ করেছেন। তাকে শেষবার বড়পর্দায় দেখা গেছিল ‘কুলের আচার’ ছবিতে মধুমিতার শাশুড়ির চরিত্র হিসেবে।