‘বিন্দাস ‘আছেন নচিকেতা, অসুস্থতার মিথ্যা খবরে বিরক্ত তিনি

নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ মুক্তি পায়। এই অ্যালবাম মুক্তি পাওয়ার দেড় মাসের মধ্যেই ১ লক্ষ ২৫ হাজার কপি বিক্রি হয়ে যায়।

শুভঙ্কর, কলকাতা: ৯০ দশক থেকে জনপ্রিয় নচিকেতার গান। সেই সময় থেকেই তাঁর গান গোটা বাংলাকে কাঁপিয়েছে। প্রেমের ব্যথা থেকে শুরু করে স্কুলের দিনের কথা মনে পড়া সবই তাঁর গানের উঠে এসেছে। শুধু সেই সময় দাপিয়ে বেড়িছে এমন নয়, আজও তাঁর গান বাংলার কোনায় কোনায় আগুন জ্বালায়। গানের জগতে তাঁর ৩০ বছর পার। কিন্তু তাও  জোশ এখনো কমেনি।

নচিকেতাকে যে সকলেই ভালোবাসে তা আবারও প্রমাণ হল। শনিবার অনুষ্ঠিত হয় একক নচিকেতা। অনুষ্ঠানটি আয়োজন করে নচিকেতার ফ্যান ক্লাব ‘আগুন পাখি’। অনুষ্ঠানটি হয় রবীন্দ্রসদনে। সেই অনুষ্ঠানের টিকিট মাত্র ৭ দিনে বিক্রি হয়ে যায়। এ থেকে বোঝা যায় তার গানের কদর এখনও কমেনি। রবীন্দ্রসদনে একটি ব্যানারে বড় বড় হরফে লেখা ছিল, ‘ নচিকেতা ছাড়া বাঙালি আর কাউকেই খুজে পাবেনা। ’ নচিকেতা তার এই গান সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেন, ‘ আমি শুধু সৎভাবে গান করার চেষ্টা করি। আমি কোন ম্যাজিক জানিনা। সবকিছুই ঈশ্বরেরই আশীর্বাদ।’

Nachiketa Chakraborty,Rabindra Sadan,agun Pakhi,Nachiketa stage show

নচিকেতার ‘নচিকেতা’ হিসেবে উঠে আসেন ১৯৯৩ সালের ১৪ই আগস্ট। কারণ ঐদিন বাংলা গানের জগতে ছিল একটা ইতিহাস। ওই দিনই নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ মুক্তি পায়। এই অ্যালবাম মুক্তি পাওয়ার দেড় মাসের মধ্যেই ১ লক্ষ ২৫ হাজার কপি বিক্রি হয়ে যায়। এছাড়াও এই কপি মোট বিক্রি হয়েছিল ৫ লক্ষ। আর এই বিক্রি ছিল গানের জগতের রেকর্ড। শুধু রেকর্ডিই নয়, এই অ্যালবাম পরবর্তীতে প্লাটিনাম ডিস্কও পায়। এই সাফল্যের পর একে একে তিনি আরও সাফল্য পেতে শুরু করে। ২৫০ এরও বেশি গান তিনি বেঁধেছেন। এছাড়াও তিনি বিশ্বাস করেন মাটিতে পা রেখে চলার। এছাড়াও নচিকেতা আরও বলেন, ‘ আগামী ৫০ বছরে আরেকটি নচিকেতা আসবেনা এইটুকু আমি জানি। পাগল করার সময়েই আমি সকলের সামনে উঠে আসি। এই সময়টা যদি কেউ নিতে পারে তাহলে সে নচিকেতা হতে পারবে।’ এত উত্তেজনার মাঝেও কেউ রটিয়েছে নচিকেতার নাকি ক্যান্সার হয়েছে। এর উত্তরে গায়ক বলেন, ‘ আমার কিছুই হয়নি। তোমরা বারবার অসুস্থ বলে বলে আমাকে অসুস্থ করোনা।’




Leave a Reply

Back to top button