উদ্দম নাচের ভিডিওতে ফের ভাইরাল অনামিকা

সেই ভিডিওতে তাকে দেখা গেছে  পষ্ট ক্লিভেজে, স্মোকি আই আর ন্যুড লিপসে। তার এই ভিডিও দেখে অনেকেই অনেক নোংরা কমেন্টও করেছে

শুভঙ্কর, কলকাতা: অনামিকা চক্রবর্তী যাকে  চেনে না এমন কেউ নেই। তিনি অভিনয় জগতে যেমন অ্যাকটিভ তেমনি আ্যাকটিভ সোশ্যাল মিডিয়াতেও। পোশাক নিয়ে তো তার কোন বাছ বিচারই নেই। অনেক সময় তাকে হট রূপেও দেখা যায়। সম্প্রীতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাকে উদ্দম নাচতে। সেই ভিডিওতে তাকে দেখা গেছে  পষ্ট ক্লিভেজে, স্মোকি আই আর ন্যুড লিপসে। তার এই ভিডিও দেখে অনেকেই অনেক নোংরা কমেন্টও করেছেন। এমনকি মেয়েটির জন্য শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গিও করেছেন। যদিও তারা এখন বিয়ে হয়ে গেছে তারপরেও তিনি এই ভাবেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন। তারে নাচের ভিডিও দেখে একজন কমেন্ট করেছেন, “ তার কি বিবাহ বিচ্ছেদ হলো যে তিনি এইভাবে নাচছেন। তাও আবার এই পোশাকে।”

Anamika Chakraborty,viral Instagram video,Tollywoodঅনামিকা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টটিভ থাকলেও বেশ কয়েকদিন  ধরে  তিনি এই মাধ্যমে সেমন অ্যাক্টিভ নেই। তিনি গত দু সপ্তাহ আগে শেষ পোস্ট করেছিলেন। যদিও অনামিকা চক্রবর্তীর বিয়ে বেশিদিন হয়নি। গত ২৮ শে জুন তিনি বিয়ে করেন। যদিও সেই বিয়েতে কোন জাঁকজমক ছিল না। সামান্য কয়েকজন বন্ধু-বান্ধবকে নিয়েই তিনি বিয়েটা সারেন। তাদের বিয়ের ফটো যখন সামাজিক মাধ্যমে শেয়ার করা হয় তখন সেই ছবিগুলি ভালই ভাইরাল হয়েছিল। যদিও বিয়ের সময়ও তিনি হালকা পোশাক পড়েছিলেন। অনামিকা বিয়ে করেন উদয় সিংকে। উদয়ও অভিনয় জগতে একজন খুব জনপ্রিয় অভিনেতা।  বর্তমানে তিনি এখন নিম ফুলের মধু সিরিয়ালে কাজ করছেন। বিয়ের সময় দুজনেই মিলিয়ে পোশাক পড়েছিলেন।অনামিকা চক্রবর্তী বর্তমানে এখন ব্যস্ত তার নতুন ছবি ‘শহরের উষ্ণতম দিনে’ নিয়ে। খুব শীঘ্রই সেই ছবিটি মুক্তি পেতে চলেছে।




Leave a Reply

Back to top button