‘জগদ্ধাত্রীর’ সেটে ‘স্বয়ম্ভুর’ জন্মদিন! সেলিব্রেশনে মাতলেন কলাকুশলীরা
জন্মদিন সেলিব্রেশন হল 'স্বয়ম্ভু' সৌম্যদীপের। রইল কেক খাওয়া, সেলিব্রেশনের কোলাজ

পূর্বাশা, হুগলি: দর্শকদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক জি বাংলার ‘জগদ্ধাত্রী’। টিআরপির টক্করে উপরের দিকেই থাকে এই সিরিয়াল। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়ার’ সঙ্গে পাল্লা দিয়ে প্রায়শই ছক্কা হাঁকাচ্ছে ‘জগদ্ধাত্রী’। এখন কেবল পর্দায় নয় অফস্ক্রিনেও বাজিমাত করছে সয়ম্ভু- জগদ্ধাত্রী। আর এবার ধারাবাহিকের সেটে ধুমধাম করে পালিত হল অভিনেতার জন্মদিন।
জগদ্ধাত্রী ধারাবাহিকের ‘স্বয়ম্ভু’ তথা সৌম্যদীপের জন্মদিন ছিল শুক্রবার। কেক কাটা, মিষ্টিমুখের মাধ্যমে সেলিব্রেশনে মাতেন কলাকুশলীরা। অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। জানা গেল, এবার ৪৫ তম জন্মদিন পালন হল তাঁর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সেলিব্রেশনের ভিডিয়ো।
প্রসঙ্গত, কানাঘুষো শোনা যাচ্ছে অফস্ক্রিনে সম্পর্কে
জড়িয়েছেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভু। যদিও সম্পর্কের কথা
জনসমক্ষে স্বীকার করেননি দুজনে। জন্মদিনে মিষ্টি
কেক-হাসিতে মাখামাখি দুজনের ছবি-ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।