অভিনয় নয় লিখেছেন বিভিন্ন সিরিয়ালের স্ক্রিপ্ট, নিজের প্রতিভায় অবাক করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী

ঠিক তখনই তার ডাক আসে ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে। এই ঘটনাগুলো কমবেশি সকলেরই জানা। কিন্তু অনেকেই জানেন না এই অভিনেত্রীর মধ্যে লুকিয়ে আছে আরো একটি প্রতিভা।

শুভঙ্কর, কলকাতা: বাংলা সিরিয়ালে অভিনয় মোটেও সুখের নয় । অনেক কষ্ট করেই এই জায়গা করে নিতে হয়। অনেকে বাইরে থেকে এসে এই জায়গা পোক্ত করেন। আবার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কারোর পরিচিত হয়েও কষ্ট করতে হয়। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যখন অন্য কোন কাজে সফলতা পাওয়া যায় না তখন অনেকেই অভিনয় করতে চলে আসে। তবে একথার কোন বাস্তবতা নেই। বিভিন্ন উদাহরণ দিলেই তা পষ্ট হয়ে যাবে। অনেকেই আছেন যারা বিভিন্ন মোটা-মাইনের চাকরি ছেড়ে অভিনয় জগতে আসেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন বিষয়ে দক্ষ হয়। কেউ ভালো গান গাইতে পারেন। কেউ পড়াশোনায় তুখড়। কেউ আবার নাচতে পারেন ভাল। এইরকমই একজন অভিনেত্রী হচ্ছেন অর্কজা আচার্য।

Bangla Serial,Heroine,writer,Arkaja Acharya

বাংলা সিরিয়ালের এই প্রতিভাবান অভিনেত্রী জন্মসূত্রে কলকাতার স্টুডিও পাড়ার মেয়ে হলেও একসময় অডিশন দিতে গিয়ে বার বার পেয়েছেন প্রত্যাখ্যান। শুনতে হয়েছে তার মুখশ্রী খারাপ। কিন্তু হাল ছাড়েননি তিনি। অর্কজা পড়াশুনাতেও ছিলেন দুর্দান্ত। পড়াশোনা করেছেন বাংলা সাহিত্য নিয়ে। বারবার অডিশন দেওয়ার পরেও যখন ব্যর্থতার মুখ দেখছেন সেই সময় তিনি ভেবে নেন অভিনয়ে জগৎ থেকে সরে আসবেন। ঠিক তখনই তার ডাক আসে ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে। এই ঘটনাগুলো কমবেশি সকলেরই জানা। কিন্তু অনেকেই জানেন না এই অভিনেত্রীর মধ্যে লুকিয়ে আছে আরো একটি প্রতিভা। একসময় তিনি সৌরভ সেনগুপ্তকে অ্যাসিস্ট করতেন, তারপর নিজেই এককভাবে লিখেছেন স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালের স্ক্রিপ্ট। এছাড়াও লিখেছেন ‘বিজয়িনী’, ‘জয়কালী কলকত্তায়ালি’-র মত জনপ্রিয় ধারাবাহিকের স্ক্রিপ্ট। প্রথম সিরিয়াল শেষ হওয়ার পরেই জনপ্রিয় ‘মিঠাই’ সিরিয়ালের আইপিএস বসুন্ধরা চরিত্রে অভিনয় করেও দর্শকদের মন জিতে নেন তিনি। বতমানে তাঁকে দেখা যাচ্ছে ‘আকাশ ৮’ এ ‘সাহিত্যের সেরা সময়’-এর ‘কড়ি দিয়ে কিনলাম’ গল্পে লক্ষীর চরিত্রে।




Leave a Reply

Back to top button