জি বাংলায় সম্প্রচারিত হওয়ার সিরিয়ালের পারিশ্রমিক হিসাবে প্রথম ১০ জন নায়িকা

সাধারণ মানুষের মনে তাদের নিয়ে যেমন গসিপ থাকে তেমনভাবেই তারা কত টাকা পান সেই বিষয়েও একটা কৌতুহল প্রায় দেখা দেয়।

শুভঙ্কর, কলকাতা: বর্তমান কিংবা অতীতে চলা বাংলা ধারাবাহিক বিভিন্ন সিরিয়াল জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। সিরিয়ালে অভিনয় করা বিভিন্ন নায়ক নায়িকারাও গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন। নায়করা তো জনপ্রিয়তা পানি, তার থেকে কোথাও একটু এগিয়ে থাকেন নায়িকা। তাদের জনপ্রিয়তা এতটাই যে নিজেদের নাম ছেড়ে চরিত্র নামেই বেশি পরিচিত হন তারা। শুধুই কি জনপ্রিয়তা। না এই জনপ্রিয়তার পাশাপাশি রয়েছে মোটা অংকের পারিশ্রমিক ও। সাধারণ মানুষের মনে তাদের নিয়ে যেমন গসিপ থাকে তেমনভাবেই তারা কত টাকা পান সেই বিষয়েও একটা কৌতুহল প্রায় দেখা দেয়। আজকের এই প্রতিবেদনে জি বাংলায় সম্প্রচারিত হওয়ার বিভিন্ন সিরিয়ালের ১০ নায়িকা কত টাকা পান তা তুলে ধরা হল।

দশম স্থানে রয়েছেন দিব্যানি মণ্ডল। ‘ফুলকি’ সিরিয়ালে হাত ধরে টেলি দুনিয়ায় পা রেখেছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি। প্রথম সিরিয়ালেই তিনি বাজিমাত করেছেন। পারিশ্রমিকের নিরিখে দিব্যানি রয়েছেন দশম স্থানে। ‘ফুলকি’র জন্য মাসিক ১ লাখ ১২ হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী। এরপরে নবম স্থানে রয়েছেন অরুণিমা হালদার। এখন জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তবে দশকের কাছে তিতির নামেই জনপ্রিয় তিনি। পারিশ্রমিকের নিরিখে অরুণিমা রয়েছেন নবম স্থানে। ‘মন দিতে চাই’এর জন্য প্রত্যেক মাসে ১ লাখ ২০ হাজার টাকা পারিশ্রমিক পান তিনি।

অষ্টম স্থানে রয়েছেন তিতিক্ষা দাস । জনপ্রিয় অভিনেত্রী তিতিক্ষা দাস এই মুহূর্তে প্রত্যেক মাসে ১ লাখ ২৪ হাজার টাকা পারিশ্রমিক নেন। ইচ্ছে পুতুল’র মেঘ চরিত্রে কাজ করছেন তিনি। এরপর আছেন মোহনা মাইতি। এই নায়িকা ‘গৌরী এলো’ ধারাবাহিকের নায়িকা। একসময় টিআরপি তালিকায় রাজত্ব করতো জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। তবে এখন জনপ্রিয়তা অনেকটাই কমেছে। তবে টিআরপি কমলেও, গৌরী অভিনেত্রী মোহনা কিন্তু এখনও মোটা টাকা পারিশ্রমিক নেন। জানা গিয়েছে, তিনি এই মুহূর্তে ১ লাখ ২৫ হাজার টাকা পান।

Bengali Serial Actress,Zee Bangla,Divyani Mondal,Arunima Haldar,Titiksha Das,Mohana Maiti,Shrabani Bhuniya,Shruti Das,Aratrika Maity,Pallavi Sharma,Manali Dey,Ankita Mallick.

 

মুকুট’ ধারাবাহিকটি টিআরপি তালিকায় সেই ভাবে নেই। তবে অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া কিন্তু বেশ মোটা টাকা পারিশ্রমিক নেন। এই মুহূর্তে মাসিক ১ লাখ ৩২ হাজার টাকা বেতন পান শ্রাবণী। এরপরে আছেন, শ্রুতি দাস। ‘রাঙা বউ’ ধারাবাহিকটির মানুষের মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ালের টিআরপিও বেশ বৃদ্ধি পাচ্ছে। সেই ‘রাঙা বউ’ সিরিয়ালের নায়িকা তথা অভিনেত্রী শ্রুতি দাসের নাম রয়েছে পঞ্চম স্থানে। শ্রুতি এই মুহূর্তে ১ লাখ ৩০ হাজার টাকা করে মাইনে নেন।

বাংলা সিরিয়ালের ‘বেল্ট কাকি’ নামে খ্যাত মিতুলের আছে চতুর্থ স্থানে। ‘খেলনা বাড়ি’র জন্য প্রত্যেক মাসে ১ লাখ ৪০ হাজার টাকা নেন তিনি। কখনও ‘জবা’ বা কখনও ‘পর্ণা’ রূপে দর্শকদের মাতিয়ে রাখছেন অভিনেত্রী পল্লবী শর্মা।নিম ফুলের মধু’র জন্য প্রত্যেক মাসে ২ লাখ ২২ হাজার টাকা নেন পল্লবী।

বাংলা টেলি দুনিয়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন মানালি দে। এই মুহূর্তে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে আছেন। তিনি টাকা পান ২ লাখ ৬০ হাজার। জি বাংলার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা অঙ্কিতা মল্লিক। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় ডেবিউ করেছেন তিনি।জগদ্ধাত্রী’ নায়িকা এখন ২ লাখ ৮৫ হাজার টাকা পারিশ্রমিক নেন।




Leave a Reply

Back to top button