ফের ঝামেলায় জড়ালেন রাজ-পরীমনি, শুধু ঝামেলা নয় হল হাতাহাতিও
ঝামেলা গড়ালো হাতাহাতিতে। হাসপাতালে ভর্তি হতে হলে পরীমনিকে। তবে তার দাবি তিনি জ্বরে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।

শুভঙ্কর, বাংলাদেশ: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাঁর স্বামি শরিফুল রাজও জনপ্রিয় অভিনেতা। রাজ শুধু সিনেমায় করেননি অনেক ওয়েব সিরিজও করেছেন। গত বছর ১৭ই অক্টোবর শরিফুল এবং পরীমনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের চার মাসের মাথায় তাঁদের সন্তানের জন্ম হয়। সম্পর্ক ভালো থাকলেও মাঝে মধ্যেই দুজনের মধ্যে ঝামেলা হয়। কিন্তু তারপরেও তাঁরা সেই ঝামেলাকে সরিয়ে নিজেদের মধ্যে এক হয়ে ছিলেন। তবে ফের লড়াই বাঁধলো তাদের। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাজ-পরিমনীর ছেলের রাজ্যের জন্মদিন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায় এমনকি তারা একে অপরকে জড়িয়ে ধরে ফটোও তোলেন। কিন্তু তারপরেই শুক্রবার হঠাৎই তাদের মধ্যে ঝামেলা বাঁধে। আর শুধু ঝামেলায় নয় ঝামেলার সাথে সাথে হাতাহাতিও হয়। আর এই হাতাহাতির জন্য রাজের মাথায় আঘাত লাগে এবং পরিমনীর হাত কেটে যায়। এরপরই তারা হাসপাতালে ভর্তি হয়।
বর্তমানে বাংলাদেশে এই তারকা দম্পতিকে নিয়ে চলছে জোর গুঞ্জন। কারন নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন করছে, কি এমন হলো তাদের মধ্যে যে তাদের ঝামেলা হাতাহাতিতে গড়াল। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রে খবর, ঢাকায় এক পরিচালকের অফিসে শরিফুল ও পরীমনির মারামারি হয়। যদিও হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে পরিমনী জানান, তার নাকি খুবই জ্বর এবং সে কথাও বলতে পারছে না। কিন্তু হাসপাতাল সূত্রে খবর তার জ্বর হয়নি। তার হাত কেটে গেছে বলেই সে হাসপাতালে ভর্তি। তবে হাত কাটার জন্য সেলাই করা হয়নি। কিন্তু মাঝে মাঝেই ড্রেসিং করতে হয়েছে আর সেজন্য সে হসপিটালে ভর্তি ছিল। প্রাথমিক চিকিৎসা করেই পরীমনি তার বাড়ি বসুন্ধরায় চলে যান।
ঢাকায় এক পরিচালকের অফিসে যখন তারা হাতাহাতি ও মারামারি করছিল সেই সময় সেখানে ছিলেন বাংলাদেশী নায়িকা তমা মির্জা। তিনি তাদেরকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তারপর তিনিও হাসপাতালে ভর্তি হন। কিন্তু এত কিছুর মাঝেও সবার মনে একটা প্রশ্নই ঘুরছে যে দম্পতি সব ঝামেলা ভুলে এক হতে চেয়েছিল এবং নিজেদের ছেলের জন্মদিনেও একে অপরকে জড়িয়ে ধরে ফটো তুলল হ এই অবস্থায় হঠাৎ করে এমন কি হলো যে হাতাহাতিতে পৌঁছে গেলেন তারা? কি হলো তাদের সম্পর্কের? এখন এইসব প্রশ্নেরই উত্তর খুঁজতে ব্যাস্ত নেটিজেনদের একাংশ।