টলিউড ছাড়িয়ে শ্রাবন্তীর নাম এবার মহাআকাশেও, আবার কি করলেন এই অভিনেত্রী
একাধিক সম্পর্কের জেরে বারবার বিতর্কে জড়িয়েছেন। তবে কারোর সঙ্গেই সংসার করা হয়নি। এবার ফের প্রচারের আলোয় আসলেন তিনি।

শুভঙ্কর, কলকাতা: বাংলার অভিনয় জগতে হোক বা সোশ্যাল মিডিয়া সব জায়গায় চর্চিত নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি নিজের ছবির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট প্রচারের আলোতে থাকেন। বহুবার ব্যক্তিগত সম্পর্কের জেরে সমাজ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন। তাঁর জীবনে এসেছে বহু বাধা বিপত্তি। তারপরেও তিনি সেই বাধা-বিপত্তিকে অতিক্রম করে এগিয়ে চলেছেন। আবার তিনি খবরের শিরোনামে আসলেন। তবে এবার নিজের ব্যক্তিগত জীবনের জন্য নয়। খবরে আসলেন আকাশের গায়ে নিজের নাম লেখানোর জন্য। অর্থাৎ তার নামে আকাশের একটি তারার নামকরন করা হয়েছে। একথা নিজেই জানিয়েছে তিনি। একটি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই খবর ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই ছবি দেখার পর তার বন্ধু-বান্ধবী ও অনুরাগীরা অনেক শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তীকে।
১৩ই আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। আর এই দিনেই তিনি সকলকে জানান তার নাম আকাশের সঙ্গে যুক্ত হয়েছে।শ্রাবন্তী একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, “এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামে থাকছে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে শ্রাবন্তী হিসেবে এর নাম নথিভুক্ত হয়ে গিয়েছে”। শ্রাবন্তীর এই পোস্ট দেখে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
তবে এর আগে বিভিন্ন বিষয়ে তাকে নিয়ে অনেক তির্যক মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি তৃতীয় স্বামী রোশানের সঙ্গে অশান্তির পর তিনি নাকি অন্য প্রেম করছেন এমনও গুজব ছড়িয়েছিল। অন্যদিকে আবার জিতু ও নবনীতার বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী করা হয়েছিল তাকে।এই বিষয়ে কথা রটানোর পরেই নবনীতা নিজেই ফেসবুক লাইভে এসে তাদের সম্পর্ক ভাঙার পিছনে শ্রাবন্তীর হাত এই ব্যাপারটাকে গুজব বলে জানিয়েদেন।
শ্রাবন্তী বর্তমানে জি বাংলার রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারক হিসেবে রয়েছেন। অন্যদিকে দেবী চৌধুরানী শুটিংয়েও বেশ ব্যস্ত রয়েছেন। এই ছবিতে দেবী চৌধুরানী ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে বুম্বাদা্কে।এছাড়াও জিতু কামালের সঙ্গে ‘বাবুসোনা’ ছবির শুটিংয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন শ্রাবন্তী।