পেঁয়াজের দামের ঝাঁজে নাজেহাল অবস্থা বাংলাদেশের, দাম যাচ্ছে সাধারণ মানুষের হাতের বাইরে

রবিবার পর্যন্ত এই পেঁয়াজেরই দাম ছিল ৮৫ টাকা। একই হবে বাংলাদেশের বিভিন্ন বাজারে আমদানি করা পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

শুভঙ্কর, বাংলাদেশ: ভারতের বাজারে বাড়তে চলেছে পেঁয়াজের দাম। এই ইঙ্গিত পেয়েই ভারত সরকার দেশে পেঁয়াজের যোগান বাড়াতে পদক্ষেপ নিয়েছে। পেঁয়াজ রপ্তানির জন্য ভারতের ইতিহাসে প্রথমবার ৪০ শতাংশ শুল্ক চাপিয়েছে তারা। এই সিদ্ধান্তের ফলেই বাংলাদেশের বাজারে বাড়ছে পেঁয়াজের মূল্য। কারণ বাংলাদেশ ভারতের থেকে পেঁয়াজ আমদানি করে। বেশি শুল্ক দিয়ে পেঁয়াজ আনাতে স্বাভাবিকভাবেই দাম বেড়ে চলেছে পড়শি দেশের বাজারে। উল্লেখ্য বাংলাদেশ সরকার ৯৫ শতাংশ পেঁয়াজ ভারত থেকেই নিয়ে থাকে।

ভারতীয় অর্থ মন্ত্রকের থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানির শুল্ক ধার্য করা হচ্ছে। এর ফলেই বিপাকে পড়েছে বাংলাদেশ সরকার। পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, ভারত থেকে ১ এপ্রিল থেকে ৪ অগাস্ট পর্যন্ত ৯ লাখ ৭৫ হাজার টন পেঁয়াজ রফতানি করা হয়েছে। এই সময়কালে ভারতের থেকে সবচেয়ে বেশি পেঁয়াজ নিজেদের দেশে নিয়েছে বাংলাদেশ। তারপরে স্থান রয়েছে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী। নিজেদের দেশ থেকে পেঁয়াজ রপ্তানি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত বলে মনে করছে ওয়াকিবহল মহল।

Onion price high rate,Bangladesh government,Indian government,Onion export-import

পড়শী দেশের রাজধানী ঢাকার বাজারে পেঁয়াজের আকাশ ছোঁয়া। সেখানকার খুচরো বাজারে সেঞ্চুরি হাকিয়েছে পেঁয়াজের দাম। রবিবার পর্যন্ত এই পেঁয়াজেরই দাম ছিল ৮৫ টাকা। একই হবে বাংলাদেশের বিভিন্ন বাজারে আমদানি করা পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। বাড্ডা, কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ, শান্তিনগর বাজার সর্বত্র একই চিত্র চোখে পড়ছে‌। রাজধানী শহর ঢাকাতে দেশে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৮ থেকে ২০ টাকা বেড়েছে। আমদানি করা হাইব্রিড পেঁয়াজ প্রতি কেজিতে ১৫ থেকে ১৮ টাকা বেড়েছে। ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বাজারে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। যার প্রতি কেজিতে ছিল ৬৮-৮৫ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য গত ১৯ আগস্ট ভারতের অর্থ মন্ত্রক রপ্তানি করা পেঁয়াজের উপর ৪০ শতাংশ শুল্ক বসানোর সদ্ধান্ত নেয়। যার ফলে চড়চড়িয়ে দাম বাড়ছে, হেঁসেলের গুরুত্বপূর্ণ এই উপাদানের।‌ বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সোমবার বলেছেন, “পূর্ব ঘোষণা ছাড়া ভারতের পেঁয়াজ রফতানি শুল্ক বাড়ানোর বিষয়টি খুব দুঃখজনক। ভারত থেকে পেঁয়াজ আমদানি করার পাশাপাশি বাংলাদেশ পেঁয়াজের অন্য বাজারেরও সন্ধান চালাচ্ছে”। বাংলাদেশে এমনিতেই অন্যান্য সবজির দামও খুব বেড়ে গিয়েছে। বিরোধীরা ক্রমাগত আক্রমণ করছে হাসিনা সরকারকে। ভারত সরকার পেঁচরাস্তানিতে শুল্ক বসানোই বেশ বিপাকে পড়েছে সেই দেশের সরকার।




Leave a Reply

Back to top button