নদীর পারে ‘খোলামেলা’ ইধিকা, রাগাণ্বিত বাংলাদেশীরা

Idhika Paul: চলতি বছরেই মুক্তি পায় ইধিকা ও শাকিব খানের (Shakib Khan) প্রিয়তমা (Priyatama)। ওপার বাংলায় এই সিনেমা জনপ্রিয়তা পেয়েছে দেদার। এনিয়ে চারিদিকে ছড়িয়েছে সিনেমার ক্লিপিংগুলি। সকলে বেশ পছন্দও করছেন।

নিজের বোল্ড অবতারের পাশাপাশি ট্র্যাডিশনাল লুকেও বরাবর নজর কেড়েছেন টেলিকুইন ইধিকা পাল (Idhika Paul)। এখন তাঁর সেই জনপ্রিয়তা বাংলা টেলিভিশন পেরিয়ে বাংলাদেশেও চলে গিয়েছে।

চলতি বছরেই মুক্তি পায় ইধিকা ও শাকিব খানের (Shakib Khan) প্রিয়তমা (Priyatama)। ওপার বাংলায় এই সিনেমা জনপ্রিয়তা পেয়েছে দেদার। এনিয়ে চারিদিকে ছড়িয়েছে সিনেমার ক্লিপিংগুলি। সকলে বেশ পছন্দও করছেন। ইধিকা একের পর এক বাংলাদেশে কাজ করে চলেছেন। তবে সম্প্রতি এক ফটোশ্যুটের কারণে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুতভাবে চর্চিত হলেন ‘প্রিয়তমা।’ পরণে লাল খোলামেলা ব্লাউজ। যা সম্প্রতি কন্ট্রভার্সির জন্ম দিয়েছে।

Idhika Paul,Idhika Bold,Idhika Paul Bold look,Idhika Paul Bangladesh,Bangladeshi movie,Idhika Paul Tollywood,Idhika Paul fans angry,Bangladeshi fans angry,Idhika Paul Instagram,Idhika Paul latest,Tollywood,Bangladesh
কমেন্টে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনুরাগীরা

ইধিকাকে দেখা গিয়েছে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজে। ব্লাউজ ছাপিয়ে দেখা যাচ্ছে ইধিকার ক্লিভেজ। এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়াজুড়ে রীতিমত শোরগোল পড়ে যায়। প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। কেউ আবার ভাবতেই পারছেন না, ইধিকা এমন পোশাক পরতে পারেন।

শাবিক খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেছেন ইধিকা। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই নায়িকা সেই প্রথম বড় পর্দায় মুখ দেখালেন। ওপার বাংলায় ইধিকার ফ্যানেরাই তাঁর এই অবতার দেখে বেজায় চটলেন।

উল্লেখ্য, জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’র হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। এরপর একের পর এক অভিনয়ের মাধ্যমে সকলের মন জিতে নেওয়া। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ তিনি। টলিউডে তাঁর ‘এন্ট্রি’ হওয়ার আগেই বাংলাদেশের সিনেমায় তাঁর ‘অভিষেক’ ঘটে। আসছে বছর দেবের বিপরীতে দেখা যেতে পারে ইধিকাকে, সূত্র এমনটাই বলছে।




Leave a Reply

Back to top button