জীবনে ‘কালা জাদুর’ প্রভাব পড়েছে? কি দেখে বুঝবেন? প্রতিকারের উপায়ই বা কী? পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন
'কালা জাদুর' প্রভাব পড়েছে জীবনে? লক্ষণ ও প্রতিকার জেনে সতর্ক হন এখনই

পূর্বাশা, হুগলি: অতি আধুনিকতার এই দুনিয়ায় এখনও প্রভাব রয়েছে তন্ত্রমন্ত্রের। অন্যের ক্ষতি চাইতে আড়ালে চলে ‘ব্ল্যাক ম্যাজিক’। এছাড়া, কাউকে নিয়ন্ত্রণে রাখতে ও শত্রু দমনে ‘কালা জাদুর’ করা হয়। সিনেমা বা ধারাবাহিকের পাতায় দেখা এই ‘কালা জাদু’ জীবনে প্রভাব ফেলে দ্রুত। যার দরুণ একাধিক নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয় মানুষকে। আপনার জীবনে এই ‘ব্ল্যাক ম্যাজিকের’ প্রভাব পড়েছে নাকি তা বুঝতে পারবেন বেশ কিছু লক্ষণ দেখে। তাছাড়া মুক্তির উপায়ও বলা হল এই প্রতিবেদনে।
কী কী দেখে বুঝবেন ‘কালা জাদু’ করা হয়েছে?
১) কালা জাদুর ফলে নানান ধরণের সমস্যার সম্মুখীন হন মানুষ। সমস্যার প্রকোপ বাড়িয়ে তোলে জীবনের অশান্তি।
২) বাড়ির তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে গেলে ও বাড়ির আঙিনায় মৃত পাখি পড়ে থাকলে তা মোটেই ভালো লক্ষণ নয়।
৩) দিনের পর দিন সমস্যায় জর্জরিত হয়ে থাকলে ও মুক্তির পরিত্রাণ না পেলে মনে করা হয় ‘ব্ল্যাক ম্যাজিকের’ প্রভাব। এছাড়াও আরও বেশ কিছু লক্ষণ রয়েছে।
পরিত্রাণের উপায়
১) কালা জাদু থেকে মুক্তি পেতে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করতে হবে। ২) কালা জাদু থেকে পরিত্রাণ পেতে ধারণ করতে পারেন রুদ্রাক্ষ
৩) নেতিবাচক শক্তি দূর করতে একটুকরো নুন বা ফটকিরি জলে রেখে মুছে নিন ৪) গুগুল ও গরুর
দুধ থেকে তৈরি ঘি মিশিয়ে ধূপ বানান। এই ধূপ রেখে দিন সূর্যাস্তের সময়। টানা একুশ দিন এই নিয়ম মানলে দূর হবে অশুভ শক্তি।