১) আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। প্রতিবছরের মতো এবছরেও এশিয়া কাপ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
1/5
২) এবারের এশিয়া কাপ হবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে। অংশগ্রহণ করছে মোট ছয়টি দেশ। তবে মাঠের ভিতরে যেমন উত্তেজনার পারদ চড়বে তেমনই বাইরে আকর্ষণ বাড়াবেন সুন্দরী সঞ্চালকরা।
2/5
৩) এশিয়া কাপের মহিলা সঞ্চালকদের তালিকায় প্রথমেই আসে গ্ল্যামারাস মায়ান্তি লাঙ্গারের নাম। তিনি থাকছেন এবছর।
3/5
৪) মহিলা সঞ্চালকদের তালিকায় রয়েছেন জনপ্রিয় অ্যাঙ্কর পাকিস্তানের জইনব আব্বাস। এশিয়া কাপের সঞ্চালনায় এবছর দেখা যাবে তাঁকে।
4/5
৫) আইপিএল ২০২৩-এর টিভি প্রেজেন্টার হিসেবে কাজ করা জৈতি খেরা থাকবে এশিয়া কাপের সঞ্চালনায়। অভিজ্ঞতা কিছুটা কম হলেও জনপ্রিয় তায় কোনো অংশে কম নন তিনি।