দমকা হাওয়ায় উড়ল শ্রাবন্তির লাস্যময়ী ড্রেস, কটাক্ষ নেট নাগরিকদের
পরিচালক শুভ্রজিৎ মিত্র সঙ্গে তার নতুন প্রেমের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে সর্বত্র। এই নায়িকা এবং পরিচালক দুজনেই আবার একসঙ্গে দেবী চৌধুরানী ছবিতে কাজ করছে। জল্পনা এবং আলোচনা আরো বেড়েছে। তাহলে কি শুভ্রজিৎয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি?

শুভঙ্কর, কলকাতা: কয়েকদিন আগেই গেছে টলিউডের অন্যতম প্রধান অভিনেত্রী শ্রাবন্তীর জন্মদিন। গত ১৩ই আগস্ট ছিল এই নায়িকার জন্ম দিবস। তবে জন্মদিন কেটে গেলেও তাঁর জন্মদিনের রেশ যে কাটছে না সেটা সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর বিভিন্ন পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। নিজের জন্মদিন উপলক্ষে নেওয়া ছুটিতে শ্রাবন্তী এবার হাজির সাগর পারে। ঘুরতে গিয়ে এই নায়িকা সারাদিন ধরে তোলা বিভিন্ন ছবি নিজের ইনস্টাগ্রাম পোস্ট এর মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। তবে শ্রাবন্তী এবং বিতর্ক একসঙ্গে থাকবেনা। বিষয়টা কেমন ফাঁকা ফাঁকা লাগে। লাল শর্ট ড্রেসে শ্রাবন্তী একটি ভিডিও পোস্ট করেন। সেই সময় সমুদ্রের পাড়ে প্রবল হাওয়াতে তার সেই ড্রেস উড়ে যায়। পোশাক বিভ্রাটের মুখে পড়ে তিনি। তার অন্তর্বাস সেই ভিডিওতে ধরা পড়ে। আর এই নিয়েই বিতর্ক শুরু নেট পাড়ায়।
View this post on Instagram
পরিচালক শুভ্রজিৎ মিত্র সঙ্গে তার নতুন প্রেমের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে সর্বত্র। এই নায়িকা এবং পরিচালক দুজনেই আবার একসঙ্গে দেবী চৌধুরানী ছবিতে কাজ করছে। জল্পনা এবং আলোচনা আরো বেড়েছে। তাহলে কি শুভ্রজিৎয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি? আপাতত না। পরিচালক ব্যস্ত পুরুলিয়ায় ‘দেবী চৌধুরাণী’র রেইকিতে। আর নায়িকা ছুটি কাটাচ্ছেন প্রিয় মানুষদের সঙ্গে। দিদি স্মিতা ঘোষ ও বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেছেন তিনি। ঘুরতে গিয়ে একের পর এক পোস্ট। কখনও তিনি সময় কাটাছেন সমুদ্রের ধারে চাঁদের আলো গায়ে মেখে। করছেন নৈশভোজও। তো কখনও এই লাস্যময়ী পানীয়র গ্লাসে চুমুক দিচ্ছেন। মেক-আপহীন লুকেই আবার নীল মনোকিনি পরে ডুব দিচ্ছেন পুলের জলে। শ্রাবন্তীর এই লুকে আটকে গিয়েছেন সকলেই। কে বলবে তার বয়স এখন ৩৭। যে কোনও সদ্য যুবকে নিজের দিকে টেনে নিতে পারবেন তিনি।
আর এই ছুটি কাটানোর সময় একটি ভিডিও করতে গিয়ে সাগরের পাড়ের দমকা হাওয়ায় শ্রাবন্তীর পোশাক এলোমেলো হয়ে যায়। তার অন্তর্বাসও বেরিয়ে আসে। যা নিয়ে নেট নাগরিকদের কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। কেউ কেউ শ্রাবন্তীর ভিডিয়োয় যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন