নিখুঁত অভিনয়ে মন ভরেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীরও, টেলি একাডেমি অ্যাওয়ার্ডসে সেই কথাই বললেন তিনি
তাদের এই পরিশ্রমের জন্য বিভিন্ন অ্যাওয়ার্ডও তারা পায়। সম্প্রীতি এমনই একটি অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এই বছরও টেলি একাডেমি অ্যাওয়ার্ডের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে বিশেষ কৃতি শিল্পীদের হাতে ও খুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভঙ্কর কলকাতা: আপামর বাঙালির মা, জেঠিমা, কাকিমাদের কাছে সন্ধ্যাবেলার বিনোদন বাংলা সিরিয়াল। এখন প্রায় প্রত্যেক পরিবারেই স্টার জলসা ও জি বাংলায় বেশি চলে। কোনও কোনও পরিবার আবার স্টার জলসা সিরিয়ালগুলোকে বেশি ভালোবাসে। এই বিনোদন দেওয়ার জন্য রাত-দিন পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে খুদে শিল্পীরা। তাদের এই পরিশ্রমের জন্য বিভিন্ন অ্যাওয়ার্ডও তারা পায়। সম্প্রীতি এমনই একটি অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এই বছরও টেলি একাডেমি অ্যাওয়ার্ডের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে বিশেষ কৃতি শিল্পীদের হাতে ও খুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরে রাজ্য সরকারের আয়োজিত এই অ্যাওয়ার্ড শোতে যেন চাঁদের মেলা বসেছিল। তাছাড়াও এবার ‘অনুরাগের ছোঁয়া’র দুই খুদে শিল্পীর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। ‘অনুরাগের ছোঁয়া’য় ‘সোনা’র চরিত্রে অভিনয় করেছে খুদে শিল্পী মিশিতা রায়চৌধুরী ও রূপার চরিত্রে করছে সৃষ্টি মজুমদার।
স্টার জলসায় সোম থেকে রবিবার রাত্রি ৯.৩০ টায় ‘অনুরাগের ছোঁয়া’য় দেখা যায় সেই বাচ্চা মেয়ে দুটিকে। তাদের নিখুঁত অভিনয় সকল দর্শকের মন জয় করে নিয়েছে। শুধু যে সাধারণ মানুষদের মন জয় করেছে তেমনটাই নয়, মন জয় করে নিয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীরও। এক কথায় বলা যেতে পারে এই খুদে অভিনেত্রীদের ফ্যান মুখ্যমন্ত্রী। এদিনের টেলি একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় তাদের প্রশংসা। শুধু প্রশংসাই নয়, এদিন মঞ্চে সোনা ও রুপাকে আদরও করেন তিনি।
তবে এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রী যে ব্যস্ত সময়ের মাঝে সিরিয়াল দেখেন সে কথাও আবারও সকলে সামনে বলেন। যদিও আমরা অনেক আগে থেকেই জানি যে তিনি সিরিয়াল প্রেমী। এ কথা তিনিই অনেক বার নিজের মুখে বলেছেন। এদিনের মঞ্চে অনুরাগের ছোঁয়ার খুদে দুই শিল্পীর প্রশংসা করে তিনি বলেন, ‘ ‘অনুরাগের ছোঁয়া’য় বাচ্চা মেয়ে দুটিকে আমার বেশ লাগে। কি সুন্দর করে দুজনেই কথা বলে।’ মুখ্যমন্ত্রীর থেকে প্রশংসা পাওয়ার পর যে এই সিরিয়াল এবং খুদে অভিনেত্রীদের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে তা বলাই বাহুল্য।