১) সফর শেষ হল স্টার জলসার পরিচিত ধারাবাহিক ‘পঞ্চমীর’। শেষ এপিসোড দেখে মন ভরল না দর্শকদের।
২) কিছুদিন আগেই পুনর্জন্মের নয়া অধ্যায় শুরু করেছিল ধারাবাহিকটি। তা কার্যত মাঝপথেই শেষ করে সমাপ্ত হল ‘পঞ্চমীর’ সফর।
৩) ধারাবাহিকের শেষ এপিসোডে মিল হল না কিঞ্জল-পঞ্চমীর। কিঞ্জলের মৃত্যু আর মিলনের অপেক্ষায় চোখ ভিজল অন্তিম পর্বে।
৪) টিআরপিতে প্রথম থেকেই সেভাবে নজর কাড়তে পারেনি ধারাবাহিকটি। ‘রাঙা বউ’ সিরিয়ালের সঙ্গে দীর্ঘদিন স্লট হারা থাকে।
৫) তবে ধারাবাহিকটি শেষের জন্য যে তাড়াহুড়ো বিস্তর ছিল তা শেষ এপিসোড দেখেই আন্দাজ করতে পেরেছেন দর্শকরা। অসন্তুষ্ট অনুরাগীমহল।
৬) তবে ‘পঞ্চমী’ ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতার কথায়, ‘পঞ্চমীর জার্নি অসাধারণ আর উত্তেজনা পূর্ণ।’
Follow us on
Back to top button