১) গত ২৩ শে অগাস্ট ইতিহাস গড়েছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ইসরোর ‘চন্দ্রযান-৩’।
1/5
২) এই মিশনের সফলতায় ইসরোর পুরুষ বিজ্ঞানীদের মতোই সমান কৃতিত্ব রয়েছে মহিলা বিজ্ঞানীদের। সেই নারীরা যাঁরা রাঁধে আবার চুলও বাঁধে।
2/5
৩) খ্যাতনামা ইসরোর মহিলা বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী সাবিত্রী, জুনিয়র ইঞ্জিনিয়ার নিত্যা ভারতী, সিনিয়র বিজ্ঞানী নীধি পোরওয়াল।
3/5
৪) এছাড়া রয়েছেন ইঞ্জিনিয়ার আর্থি সেন, ডাফিনি রেড্ডি সারথিয়া, পদ্মাবতী, ‘প্রজ্ঞানের’ টিম মেম্বার রিমা ঘোষ ও আরও একঝাঁক দশভুজা নারী।
4/5
৫) ইসরোর হেডকোয়ার্টারে পৌছে এই মহিলা ব্রিগেডকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিশনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেছেন তিনি।