‘শাহরুখ বেশিরভাগ অ্যাওয়ার্ডই পয়সা দিয়ে কিনেছেন’, বিস্ফোরক বিদ্যা বালন
বিদ্যার সাহসও বলিহারি। একেবারে বাদশাকে মুখের উপর কথা শুনিয়ে দিলেন! তাও ভরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সকলের সামনে।

তিনি শাহরুখ খান। বলিউডের বাদশা। তাঁর অভিনয়ের চর্চা আট থেকে আশির মুখে মুখে। যে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তিনি মধ্যমণি। মান্নাত-এ থরে থরে সাজানো পুরস্কার। কিন্তু সেই সব অ্যাওয়ার্ডের জন্যেই যে তাঁকে সবার সামনে কথা শুনতে হবে, কে জানত!
বিদ্যা বালনের অভিনয় প্রতিভা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। তিনি একাধারে সুন্দরী এবং অসামান্য অভিনেত্রী। কিন্তু বিদ্যার সাহসও বলিহারি। একেবারে বাদশাকে কথা শুনিয়ে দিলেন! তাও ভরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সকলের সামনে।
ঠিক কী হয়েছিল? কয়েক বছর আগের ঘটনা। আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শাহরুখ। দর্শকাসনের অভিনেতা অভিনেত্রীদের মজার ছলে কিছু প্রশ্ন করছিলেন। সেই সময় শাহরুখ বিদ্যাকে জিজ্ঞেস করেন, ‘মোট কটা অ্যাওয়ার্ড পেয়েছ’। বিদ্যা বলেন, ‘৭টা’। কিন্তু এখানেই থামেননি বলিউডের সুন্দরী অভিনেত্রী।
বিদ্যা শাহরুখকে পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি মোট কটা অ্যাওয়ার্ড পেয়েছেন’? এর জবাব দিতে গিয়ে মুচকি হাসেন শাহরুখ। তারপর স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বলেন, ‘গুণে দেখিনি কখনও। তবে ১৫৫টার বেশিই হবে’। এরপর বিদ্যা যা বলেন, তাতে স্তম্ভিত হয়ে যান উপস্থিত সবাই।
বিদ্যা কটাক্ষ হেনে শাহরুখকে জিজ্ঞেস করেন, ‘এর মধ্যে কটা কিনেছেন’? এমন প্রশ্ন যে তাঁকে কেউ করতে পারে স্বপ্নেও ভাবেননি শাহরুখ। কিছুটা থতমত খেয়ে যান। দর্শকাশনেও তখন পিন পতন নীরবতা। এ ওর মুখ চাওয়াচায়ি করছে। তবে শাহরুখ পরিস্থিতি সামলে নেন। হাসতে হাসতে বলেন, ‘দেড়শোটার মতো’।
বলিউডে পুরস্কার নাকি কেনা যায়! এমনই গুঞ্জন। বিদ্যা একেবারে মৌচাকে ঢিল মেরেছেন। বোঝাতে চেয়েছেন, পুরস্কার কেনেন অনেকেই। সে যত বড় অভিনেতাই হন না কেন। তবে তিনি পুরস্কার পেয়েছেন কম। কিন্তু সবগুলোই যোগ্যতায় পেয়েছেন। এই ঘটনা অনেক পুরনো। কিন্তু ফের নতুন করে ভাইরাল হয়েছে।