‘হ্যারি পটার’কেও টপকে যাবে ‘বার্বি’, গোটা বিশ্ব থেকে দু’হাতে কামাচ্ছে ওয়ার্নার ব্রাদার্স

‘বার্বি’ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। গোলাপি পোশাকে মজে সাধারণ মানুষ। বাদ যাচ্ছেন না অভিনেতা-অভিনেত্রীরাই। ভাঙছে একের পর এক রেকর্ড।

‘বার্বি’ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। গোলাপি পোশাকে মজে সাধারণ মানুষ। বাদ যাচ্ছেন না অভিনেতা-অভিনেত্রীরাই। ভাঙছে একের পর এক রেকর্ড। এবার হ্যারি পটারকেও টপকে গেল বার্বি। ওয়ার্নার ব্রাদার্সের সবচেয়ে সফল মুভির তকমা পাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।

কয়েকদিন আগে আমেরিকার ‘দ্য সুপার মারিও ব্রোজ’ মুভিকেও টপকে গিয়েছিল বার্বি। ২০২৩-এ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা মুভির তকমা নিজের ঝুলিতে ভরে নিয়েছে। এবার বিশ্ব জুড়ে সেই রেকর্ড ভাঙতে চলেছে।

Barbie,Harry Potter,Highest grossing Movie,Bollywood

আমেরিকায় ‘দ্য সুপার মারিও ব্রোজ’ আয় করেছিল ৫৭৪ মিলিয়ন ডলার। বার্বি ইতিমধ্যেই তাকে টপকে গিয়েছে। বর্তমানে মার্কিন মুলুকে বার্বি ৫৯৪ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। বিশ্ব জুড়ে সুপার মারিও-র আয় ছিল ১.৩৫৮ মিলিয়ন ডলার। সারা বিশ্বে বার্বি এখনও পর্যন্ত ১.৩৪ মিলিয়ন ডলারের ব্যবসা দিয়েছে।

বক্স অফিসে এখন বার্বির টক্কর চলছে ‘গ্র্যান তুরিমো’র সঙ্গে। জুলাইতে মুক্তি পায় বার্বি। প্রথম সপ্তাহেই ১৫২ মিলিয়ন ডলার আয় করে। তখন ওপেনহাইমারের সঙ্গে সেয়ানে সেয়ানে কোলাকুলি চলছিল। শেষ পর্যন্ত বার্বিই জেতে। ‘ওপেনহাইমার’ পাত্তা পায়নি।

তবে সবথেকে বেশি আয় করা ছবি কিন্তু বার্বি নয়।‘দ্য সুপার মারিও ব্রোজ’-ও নয়। কোন সিনেমা? হ্যাঁ, ঠিক ধরেছেন। সেটা ‘হ্যারি পটার’। ওয়ার্নার ব্রাদার্সেরই ছবি। এবার বার্বি-র চালচলন দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, আগামীদিনে পটারকেও টপকে যাবে বার্বি।

 




Leave a Reply

Back to top button