রুপোর গয়না পরতে ভালোবাসেন, অথচ গয়না পরার এই নিয়মগুলি জানতেন কী?

রুপোর অলঙ্কার ধারণের চার গুরুত্বপূর্ণ নিয়ম। একনজরে দেখে নিন

পূর্বাশা, হুগলি: ভারতবর্ষের মানুষদের কাছে সোনা ও রূপোর গয়না গ্রহণযোগ্যতা পায়। তবে মূল্যবৃদ্ধির বাজারে সোনার গয়নার আকাশছোঁয়া দাম শুনে নাভিশ্বাস দশা জনসাধারণের। এহেন পরিস্থিতিতে রুপোর গয়নার প্রতি আশ্বাস বাড়ছে মানুষের। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে গ্রহণযোগ্যতা। কিন্তু রূপোর গয়না পরার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। যা না জানলেই নয়। আসুন জেনে নিই সে বিষয়ে টুকিটাকি।

Armaments,Silver armaments,Spiritual,Rules

১) জ্যোতিষশাস্ত্রে আংটি ধারণের পরামর্শ দেওয়া হয়। জ্যোতিষীদের মতে, কর্কট, বৃশ্চিক, মীন, তুলা ও বৃষ রাশির জন্য রুপোর আংটি শুভ। রুপো ধারণ করলে সৌভাগ্য ফিরবে তাঁদের।

২) জোতিষশাস্ত্রে বলা হয়েছে, সপ্তাহের সোমবার ও শুক্রবার রুপোর অলঙ্কার পরার জন্য ভীষণ শুভ। তাই দিন বেছে অলঙ্কার পরলে লাভ পাবেন আপনি।

Armaments,Silver armaments,Spiritual,Rules

৩) রুপোর গয়না পরার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। সেটি হল রুপোর গয়নায় যেন কোনোও খাত বা জয়েন্ট না থাকে। আর থাকলে সেই গয়না বাতিল করুন।

৪) জ্যোতিষশাস্ত্র মতে, যে সমস্ত মানুষ রাহুর দোষে ভুগছেন তাঁরা সোম ও শুক্রবার করে রুপোর গয়না ধারণ করুন। এতে দোষ কাটবে অবশ্যই।




Leave a Reply

Back to top button