স্নেহাল ও নবনীতার এক জায়গায় ছবি, তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন টলি পাড়ায়

ছবি ছাড়তে দেখা যায়। নেটিজেনদের মতামত অনুসারে সেই একই জায়গায় স্নেহাল অধিকারী নামের এক ব্যবসায়ী ছবি তুলেন। জানা গেছে অল্প কিছুদিনের মধ্যেই এই ব্যবসায়ী নবনীতার খুব ঘনিষ্ট হয়ে উঠেছেন।

শুভঙ্কর, কলকাতা: বেশ কয়েকদিন ধরেই প্রচার মাধ্যমের আলোতে রয়েছেন জিতু কামাল ও নবনীতা দাস। টলি পাড়ার হিট জুটির হঠাৎ সম্পর্কে ছেদ পড়ায় অবাক হয়ে যান সকলে। একসময় একে অপরের পরিপূরক ছিলেন এই দু’জন। হঠাৎ করে কি হল তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, তারা নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন। এবার নবনীতার গোয়ার সফরকে কেন্দ্র করে নতুন করে জল্পনা ছড়িয়েছে।‌

চলতি বছরের ২৯ জুন নবনীতা একটি ফেসবুক পোস্ট করেন। সেই পোস্টে জিতুর সঙ্গে সম্পর্কের অবসান ঘটানোর কথা সকলকে জানান। অনেকদিন ধরে টলিউডের গুঞ্জন চলছিল তাদের সম্পর্কে চিড় ধরেছে। নবনিতার পোস্টে সেই জল্পনা সত্যের আকার নেয়। অবাক হয়ে যান সকলে। এই অবস্থায় গতই ২৮ আগস্ট জন্মদিন গেছে জিতুর। সেই সময় নবনীতাকে গোয়ার একটি হোটেলে দাঁড়িয়ে ছবি ছাড়তে দেখা যায়। নেটিজেনদের মতামত অনুসারে সেই একই জায়গায় স্নেহাল অধিকারী নামের এক ব্যবসায়ী ছবি তুলেন। জানা গেছে অল্প কিছুদিনের মধ্যেই এই ব্যবসায়ী নবনীতার খুব ঘনিষ্ট হয়ে উঠেছেন। তাদের দুজনকে একই জায়গায় দাঁড়িয়ে আলাদাভাবে ফটোশুট করতে দেখে গুঞ্জন তাহলে কি স্নেহালের সঙ্গে নতুন সম্পর্কে গেছেন নবনীতা? সোশ্যাল মিডিয়ায় রব ওঠে জিতুর জন্মদিনে নাকি বিশেষ বন্ধুর সাথে গোয়ায় ছুটি কাটাচ্ছেন নায়িকা। এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য নবনীতাকে ফোন করা হলে তিনি বলেন, “ আমি তো শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম। এসব কথা আবার কখন রটল। রাজা নতুন গাড়ি কিনেছে। তাই আমাদের খাওয়াল। স্নেহাল আমার নতুন বন্ধু।সবে কয়েক মাস হল আলাপ হয়েছে ওর সঙ্গে। ওর সঙ্গে তো এমন কোনও কথা রটা ঠিক নয়। পরশু অর্থাৎ রবিবার রাতে আমি জিতুকে ১২টার সময় জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছি। এগুলো যে কেন রটে, আমি সত্যিই মাঝেমাঝে বুঝতে পারি না”।

Jeetu Kamal,Nabanita das,New relation,Tollywood

উল্লেখ্য গত জুন মাসে তাদের সম্পর্কের ইতি ঘোষনা করা হলেও ফেব্রুয়ারি মাসেই তারা ডিভোর্সের জন্য আবেদন করে দেন। আদালতের পক্ষ থেকে তাদের ছয় মাসের নোটিশ দেওয়া হয়। সেই সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। আর কিছুদিন পরেই তারা আইনতভাবে আলাদা হয়ে যাবেন। তবে অনেকদিন থেকেই নবনীতা আলাদা থাকছেন নিজের বাড়িতে। তাদের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে নবনীতা মাঝে মাঝে মুখ খুললে পুরোপুরি চুপ রয়েছেন জিতু।




Leave a Reply

Back to top button