১) শাহরুখ খান ও জুহি চাওলা: একসময় অসংখ্য ছবিতে অভিনয় করেছেন দুজনে। শাহরুখ-জুহির জুটি দর্শকদের প্রিয়। পর্দা পেরিয়ে বাস্তবেও বন্ধুত্ব অটুট দুজনার।
২) রনবীর সিং ও অর্জুন কাপুর: অনস্ক্রিন হোক কী অফস্ক্রিন রনবীর সিং ও অর্জুন কাপুরের বন্ধুত্বের খবর জানে গোটা বলিপাড়া।
৩) অজয় দেবগন ও টাবু: ছোটবেলা থেকেই তাঁদের চেনা পরিচিতি। খুনসুটি-মজার বন্ধুত্ব তাঁদের দুজনার।
৪) শাহরুখ খান ও কাজল: ‘DDLJ’-এর নাম নিতেই মনে পড়ে শাহরুখ-কাজলের জুটির কথা। অনস্ক্রিন পেরিয়ে তাঁদের বন্ধুত্ব এখন সর্বজনবিদিত।
৫) সারা আলি খান ও জাহ্নবী কাপুর: ছোটবেলা থেকেই দুজনে একসঙ্গে সময় কাটিয়েছেন। এখনও তাঁরা একে অপরের বেস্টফ্রেন্ড কাম পার্টনার।
Follow us on
Back to top button