নখের ডগায় এই দাগ থাকলে ভাগ্য ফেরে! কোন আঙুলের নখের দাগ কতটা অর্থবহ? জেনে নিন

আমাদের পাঁচ আঙুলের নখে অনেক সময়েই দেখা যায় এই বিশেষ দাগ! এর অর্থ কী?

পূর্বাশা, হুগলি: কথায় আছে নখের ডগায় ভাগ্য। সত্যিই কী তাই? জ্যোতিষশাস্ত্র বলছে নখের সঙ্গে সত্যিই একরকম যোগ রয়েছে ভাগ্যের। নখের উপর এক বিশেষ সাদা দাগ থাকলে তা নির্দিষ্ট অর্থ বহন করে। কোন নখের সাদা দাগ কি অর্থ রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

Spiritual,Spiritual identification,Nail,life,lifestyle

১) জ্যোতিষশাস্ত্র মতে, তর্জনীর নখে থাকা সাদা দাগ অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই দাগ হাতে থাকলে জীবনে মুনাফা অর্জন করতে পারেন মানুষ
২) মধ্যমায় যদি সাদা দাগ থাকে, তবে একজন ব্যক্তি অনেক ভ্রমণ করতে পারেন। এই মিলটি অনেকটা পায়ের তলায় তিল থাকার মতো। ৩) যদি আপনার হাতের অনমিকায় সাদা দাগ থাকে তবে সেই ব্যক্তি পরিশ্রমী হন। নিষ্ঠার সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করেন।

Spiritual,Spiritual identification,Nail,life,lifestyle

৪)আর যদি হাতের কনিষ্ঠ আঙুলের নখে আপনি সাদা রঙের দাগ দেখতে পান, তবে জানবেন আপনি কর্মজীবনে অত্যন্ত সেরা। ব্যর্থতা গ্রাস করতে পারবে না আপনাকে। বরং দূরন্ত ফল করে সামনে এগিয়ে চলবেন আপনি। তাহলে আর দেরি কিসের? চটপট দেখে ফেলুন আপনার কোন আঙুলে রয়েছে বিশেষ সাদা দাগটি।




Leave a Reply

Back to top button