নতুন টিআরপির তালিকা, জ্যাসের জাদু আবার চলল

এই সপ্তাহেই এক বছর পূর্ণ হল ‘জগদ্ধাত্রীর’।সিরিয়ালের বেশ অনেক দিন হলেও এখনও দর্শকদের বেশ ভালই লাগে সিরিয়ালটি। দর্শকদের মনে আজও জায়গা করে রেখেছে ‘জ্যাস সান্যাল’।

শুভঙ্কর, কলকাতা: টিআরপির লড়াইয়ে সকল সিরিয়াল একে অপরকে টেক্কা দিতে চায়। এজন্য সব সময় সিরিয়ালগুলি আনছে নতুন নতুন চমক। আরও টিআরপির লড়াইয়ে জগদ্ধাত্রী-স্বয়ম্ভ এবং সূর্য-দীপা বেশ কয়েক মাস ধরে নিজেদের জায়গা ধরে রেখেছে। যদিও সেই লড়াইয়ে সামিল রয়েছে ‘ফুলকি’। গত কয়েক মাস ধরে বেশ হাড্ডাহাড্ডি লড়াই জমে গেছে। গত কয়েকদিন ধরেই জগদ্ধাত্রী ছিল টপে। গত সপ্তাহে অবশ্য সেই টপার থেকে সরে সেই জায়গায় ছিল ‘অনুরাগের ছোঁয়া’। তবে এবার এই সপ্তাহে সবাইকে পেছনে ফেলে টপার হয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহেই এক বছর পূর্ণ হল ‘জগদ্ধাত্রীর’।সিরিয়ালের বেশ অনেক দিন হলেও এখনও দর্শকদের বেশ ভালই লাগে সিরিয়ালটি। দর্শকদের মনে আজও জায়গা করে রেখেছে ‘জ্যাস সান্যাল’।

এবার এক ঝলক দেখে নেওয়া যাক টিআরপির লড়াইয়ে স্টার জলসা ও জি বাংলা সিরিয়ালগুলিকে কোন জায়গায় আছে।  এই সপ্তাহে বাংলার  টপার হয়েছে ‘জগদ্ধাত্রী’। তার নম্বর ৮.১।  ‘অনুরাগের ছোঁয়া’ নেমে এসেছে  দ্বিতীয় স্থানে। তার নম্বর ৮.০।  তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। তার প্রাপ্ত নম্বর ৭.৯। চতুর্থ ও পঞ্চম স্থান ধরে রেখেছে ‘রাঙা বউ’ ও ‘নিম ফুলের মধু’। তাদের প্রাপ্ত নম্বর ৭.৫ ও ৭.৪।  সদ্য শুরু হওয়া ‘সন্ধ্যাতারা’ চলে এসেছে ষষ্ঠ স্থানে। তার প্রাপ্ত নম্বর ৭.৩।  সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে বাংলা ‘মিডিয়াম’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। তাদের নম্বর ৬.৭ ও ৬.৬। ‘কার কাছে কই মনের কথা’ ও তুঁতে রয়েছে নবম ও দশম স্থানে। এদের নম্বর ৬.৫ ও ৫.৯।

Tollywood,Zee Bangla Star jalsha,TV serial,agadhatri,Anurager Chhowa

স্টার জলসাতে সদ শুরু হয়েছে ‘লাভ বিয়ে আজকাল’। এই সিরিয়ালের চর্চা সোশ্যাল মিডিয়ায় বেশ হচ্ছে। এর প্রভাব টিআরপিতেও পড়তে পারে বলে আশা করা হচ্ছে। তবে এবার দেখা যাক নতুন সিরিয়ালের আসার পড় টিআরপির  লড়াইয়ে সে কাকে পিছনে ফেলে রেখে এগিয়ে যায়।




Leave a Reply

Back to top button