কিং খানের রেকর্ড ভেঙে এবার বক্স অফিস কাঁপাচ্ছে ‘গদর ২’

৪৫০ কোটির গন্ডি পার করেছিল কিং খানের 'পাঠান', তবে এবার সেই সব রেকর্ড ভেঙে ফেলছে সানি..

দেবশ্রী, কলকাতা: বর্তমান সময়ে খুব কম এমন বলিউড সিনেমা আমরা দেখতে পাই যা ফ্যামিলি নিয়ে দেখার মতো এবং তা বক্স অফিসেও নিজের কামাল দেখায়। তবে বহুদিন পর বড় পর্দায় এসে কোটির অঙ্কে বাজিমাত করছেন সানি দেওল। গড়ে চলেছে বেশ একের পর নতুন রেকর্ড, যেন থামার নয় তারা-সকিনার এই জুটি। গত মাসের ১১ই আগস্ট তারিখে ছবিটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে আর তার রেশ এখনও যে বেশ বজায় রয়েছে তারই হিসাব দিচ্ছে এই ছবির বক্স অফিস কালেকশান।

gadar 2,srk,sunny deol,sharukh khan

‘গদর ২’ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন অনিল শর্মা। এটি, ২০০১ সালের চলচ্চিত্র ‘গদর: এক প্রেম কথার’ সিক্যুয়েল। এত বছর পরও তারা-সকিনা অর্থাৎ ছবির অন্যতম মুখ্য দুই চরিত্র সানি দেওল এবং আমিশা প্যাটেল যে নিজেদের অনস্ক্রিন জাদু বজায় রাখতে পেরেছেন তা বলাবাহুল্য। ছবি মুক্তি পাওয়ার ২০ দিন পরেও দর্শকদের উন্মাদনায় কোনো অংশে খামতি দেখা যায়নি। এই ছবির সেই আইকনিক গানে মানুষ এখনও নিজেদের পা নাচাচ্ছেন। এখনও পর্যন্ত কেবল ভারতে এই ছবির মোট আয়ের সংখ্যা ৪৭৪.৫০ কোটি টাকা। আর এই তৃতীয় সপ্তাহে রাখী-বন্ধন উৎসবে তা আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে যে শীঘ্রই তা ৫০০ কোটির সংখ্যা ছুঁয়ে ফেলবে তার আন্দাজ বেশ ভালোই করা যাচ্ছে।

পূর্বে এত কম সময়ের মধ্যে এই ৪৫০ কোটির গন্ডি পার করেছিল কিং খানের ‘পাঠান’ সিনেমা। তবে এবার সেই সব রেকর্ড ভেঙে ফেলছে সানি ও আমিশার এই নতুন ছবি। বর্তমানে এই ছবি পেয়েছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা ও দ্রুত ৪৫০ কোটি টাকার আয়ের খেতাব। মাঝে ছবির বক্স অফিসে একটু ঘাটতি লক্ষ্য করা গেলেও কিন্তু এই গত সপ্তাহন্তে ও রাখী বন্ধনের ছুটির বেশ লাভ উঠিয়ে বাজিমাত করেছে এই ছবি। এখন সবাই মুখিয়ে রয়েছেন ছবির ৫০০ কোটির বেঞ্চমার্ক এর দিকে।




Leave a Reply

Back to top button