শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’, নাম ভূমিকায় নতুন অভিনেত্রীকে চিনে নিন

হ্যাঁ এটাই নতুন সিরিয়ালের নাম। নাম শুনেই বোঝা যাচ্ছে সিরিয়ালটি নারী কেন্দ্রিক হবে তবে এর গল্প যে আর পাঁচটা ধারাবাহিকের মতো হবে না তা প্রমো দেখেই বোঝা গেছে।

শুভঙ্কর, কলকাতা: বাংলার ধারাবাহিক সিরিয়াল প্রেমীদের জন্য এই সময়টা খুব ভালো যাচ্ছে। একদিকে যেমন চলতে থাকা সিরিয়াল গুলোর বিভিন্ন ‘টুইস্ট’ দর্শকদের মাতিয়ে রাখছে। ঠিক তেমনভাবেই নতুন সিরিয়াল আসতে চলেছে বাংলার ধারাবাহিকে। স্টার জলসায় এবার শুরু হচ্ছে আরও একটি নতুন সিরিয়াল। চলতি মাসের ৮ তারিখ থেকে সন্ধ্যে ৬টার সময় সম্প্রচারিত হবে ‘তোমাদের রানী’। হ্যাঁ এটাই নতুন সিরিয়ালের নাম। নাম শুনেই বোঝা যাচ্ছে সিরিয়ালটি নারী কেন্দ্রিক হবে। তবে এর গল্প যে আর পাঁচটা ধারাবাহিকের মতো হবে না তা প্রমো দেখেই বোঝা গেছে।

আগে আমাদের মা-কাকিমারা সংসার ও কাজের মধ্যে যেকোনও একটিকে বেছে নিত। বেশিরভাগ মহিলা বিয়ের পর সংসার সামলানোর কাজে ব্যস্ত হয়ে পড়তেন। এখন সময় বদলেছে। অফিস-সংসার সমান তালেই সামলাচ্ছেন মেয়েরা। কিন্তু আজও বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। এই সিরিয়ালে এই বিষয়টিকেই তুলে ধরা হবে বলে মনে হচ্ছে। সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছে নায়িকা রাণী অন্তঃসত্ত্বা অবস্থাতেই ডাক্তারি পরীক্ষা দিয়েছেন। যদিও তাঁর স্বামী দুর্জয় রক্ষণাত্মক চিন্তাভাবনা থেকেই তার বিরোধিতা করে। সেই মনোভাব থেকেই রানীর ডাক্তারই পড়ার সিদ্ধান্তে সহমত না স্বামী দুর্জয়। তবে সেই পরীক্ষায় পাশ করে নিজেকে প্রমাণ করেছে রানী। এরপরে কি হবে? তা সিরিয়াল শুরু হলেই বোঝা যাবে। সিরিয়ালের রানী চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিকা মালাকার। তার বিপরীতে দুর্জয় চরিত্রে অভিনয় করছেন অর্কপ্রভ রায়। এই চরিত্রগুলোর জন্য নতুনদের বেছে নেওয়া কেন জিজ্ঞাসা করা হলে এক সাক্ষাৎকারে ধারাবাহিকের পরিচালক, সুশান্ত দাস বলেন, “ প্রথমে ভেবেছিলাম পরিচিত অভিনেতাদের নিয়েই কাজ করব। তার পরে ভাবলাম পরিচিত নায়ক-নায়িকা হলে তাঁদের নিয়েই কথা বলবেন দর্শক। নতুন ছেলেমেয়েকে নিয়ে কাজ করলে তাঁদের চরিত্র হিসাবে চিনবেন সবাই। আর গল্প নিয়েও সমান চর্চা হবে।’

Tomader Rani,Tomader Rani Actress Real Identity,Star Jalsha,Bengali Serial,Rani,Durjoy,Avika Malakar,Arka Provo Roy.

তবে জানলে অবাক হতে হবে পর্দায় শত বাধার পরেও ডাক্তারের পরীক্ষায় বসা রানীর চরিত্রে অভিনয় করা অভিকা বাস্তব জীবনে স্কুর গন্ডি পার করেননি। জীবনের প্রথম সিরিয়ালে স্টার জলসার মতো চ্যানেলের প্রধান নায়িকা হওয়ার সুযোগ পেয়ে এদিন অভিকা বলেছেন ‘ছোট থেকেই এই অভিনয় জগত আমায় আকর্ষণ করে এসেছে। অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল অভিনয় করার। তবে সুযোগটা এমন ভাবে পাব সেটা আশা করিনি। পরিবারও এই বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবেনি”।




Leave a Reply

Back to top button