নিজের বোনকেই বিয়ে! পাকিস্তানে এই উদাহরণ অনেক তবে তালিকায় রয়েছে বাঙালির দুই বিখ্যাত তারকা
আমাদের বাঙ্গালিদের মধ্যেও বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যাঁরা নিজেদের ভাই-বোনকে বিয়ে করে সমাজে মাথা উঁচু করে আছেন। সেই নামগুলো শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। ভাবতেই পারবেন না এঁরা তাঁদের বোনকেই বিয়ে করেছেন

শুভঙ্কর, কলকাতা: অভিনয় জগতে এমন কিছু অভিনেতা-অভিনেত্রী, কিংবা পরিচালক- সংগীত পরিচালকরা আছেন যাদের অনস্কিন চরিত্র বা বাস্তব জীবনে চরিত্র দুটিই বেশ প্রশংসনীয়। আবার এমন অনেকেই আছে যাদের নিয়ে প্রতি সময় বিভিন্ন কুৎসা রটে। আমাদের বাঙ্গালি তথা ভারতীয়দের মধ্যে সবচেয়ে মিষ্টি মধুর সম্পর্ক ভাই-বোনের সম্পর্ক। তাদের মধ্যে বিবাহের সম্পর্কের কথা কেউ কোনও দিনই হয়ত ভাবতে পারা যায় না। কিন্তু পাকিস্তানে এই ঘটনা হামেশাই হয়। সেখানে খুড়তুতো ভাই- বোনের সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা তাদের কাছে খুব ‘নরমাল’ বিষয়। তবে আমাদের বাঙ্গালিদের মধ্যেও বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব আছেন যাঁরা নিজেদের ভাই-বোনকে বিয়ে করে সমাজে মাথা উঁচু করে আছেন। সেই নামগুলো শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। ভাবতেই পারবেন না এঁরা তাঁদের বোনকেই বিয়ে করেছেন। তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক সেই বিখ্যাত বাঙ্গালিদেরকে। এই প্রতিবেদনে আমরা পাকিস্তানের কিছু বিশিষ্ট মানুষদেরও তুলেধরেছি যাঁরা তাদের বোনকে বিয়ে করেন।
প্রথমে যার নাম উঠে আসছে তিনি বিশ্ববরেণ্য পরিচালক। বুঝতেই পারছেন কার কথা বলতে চাইছি। তিনি আর কেউ নন সত্যজিৎ রায়। ফেলুদার স্রষ্টা বিয়ে করেন তাঁর পিসতুতো দিদি বিজয়াকে। কি বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। কিন্তু এটাই সত্যি। এরপরে রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অতুলপ্রসাদ সেন। তিনিও তাঁর মামাতো বোন হেমকুসুমকে বিয়ে করেন। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছিল। ব্যতিক্রম বলতে তাঁদের এই বিয়েকে ভারতীয় আইন বা পরিবারের কেউ মেনে নেননি।
এবার আসা যাক পাক তারকা শায়েস্তা লোধীর কথায়। শায়েস্তা লোধি একজন বিখ্যাত পাকিস্তানি অভিনেত্রী এবং টিভি উপস্থাপক। শায়েস্তা প্রথমে বিয়ে করেন ওয়াকার ওয়াহিদকে। কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। এরপর তিনি তার খুড়তুতো ভাই আদনান লোধিকে বিয়ে করেন। এরপরে তালিকায় রয়েছেন, পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বাবর খান। অভিনেতা প্রথমে বিয়ে করেন সানা খানকে। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি তার তুতো বিসমাকে বিয়ে করেন। জানা তাঁদের দের যখন বিয়ে হয় তখন বিসমা সবে নবম শ্রেণীতে পড়তেন।
পাকিস্তান তথা ভারতীয় সমানভাবে জনপ্রিয় বিখ্যাত গায়ক নুসরাত ফতেহ আলি খানও বিয়ে করেন তাঁর খুরতুতো বোন নাহিদ নুসরাতকে। তাঁদের একটি মেয়েও আছে। তাঁর নাম নিদা।এরপরে আছেন পাকিস্তানের একজন সুফি গায়িকা সনম মারভি। তিনি তাঁর খুড়তুতো ভাই হামিদ আলী খানকে বিয়ে করেন। তাঁদের আবার তিনটি সন্তান আছে।
তারপর সামি খান। তিনি পাক বিনোদন দুনিয়ার তারকা। বিয়ে করেন তুতো বোনকে। এরপর তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় অভিনেতা, কিন্তু পাকিস্তানে জন্ম আলী খান। তিনি শাহরুখ খানের সঙ্গে ‘ডন’ সিনেমাতে অভিনয় করেন। তিনি বাস্তব জীবনে করাচিতে গিয়ে তার নিজের তুতো বোনকে বিয়ে করেন।