১) টলিউড ইন্ডাস্ট্রিতে কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক বেশ চর্চিত বিষয়। ভালোবাসার মানুষের জন্য বিবাহিত জীবন থেকে দূরে কাঞ্চন মল্লিক।
1/5
২) কাঞ্চন-শ্রীময়ী তাঁদের সম্পর্ককে প্রেমের নাম না দিলেও কাঞ্চন পত্নী পিঙ্কি চট্টরাজ তাঁর বিবাহিত জীবনের তৃতীয় ব্যক্তি হিসেবে শ্রীময়ীর নাম উল্লেখ করেন।
2/5
৩) একসঙ্গে সময় কাটানো, ইতিউতি ঘোরাঘুরি দেখে দর্শকদেরও বুঝতে বাকি নেই দুজনের সম্পর্কে রং রয়েছেই। এরইমধ্যে ফের একসঙ্গে ছবি পোস্ট করে চর্চার কেন্দ্রে এলেন কাঞ্চন-শ্রীময়ী।
3/5
৪) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রীময়ী। যেখানে কাঞ্চনের পাশে দাঁড়িয়ে তাঁর হাত জাপটে রয়েছেন তিনি। ক্যাপশনে লেখা “আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ”।
4/5
৫) এরপর অভিনেত্রী লেখেন “আজ এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে।”এই ছবি পোস্ট হওয়ার পরই নানাবিধ মন্তব্য করেছেন নেটিজেনেরা।