পৃথিবীর নাম ‘পৃথিবী’ কে রাখল? কখনও ভেবে দেখেছেন?

মেদিনী। হিন্দু পুরাণ মতে পৃথিবীকে এই নামেই ডাকা হয়। ইংরেজিতে Earth। প্রত্যেক ভাষাতেই আর্থ বা পৃথিবীর নিজস্ব নাম আছে।

কৌশিক, কলকাতা: কৌরবদের রাজসভায় উপস্থিত শ্রীকৃষ্ণ। ধৃতরাষ্ট্র, ভীষ্মদের বললেন, পাণ্ডবদের পাঁচটা গ্রাম দিন। তাহলেই সমস্ত দাবি ছেড়ে দেবে তারা। রক্তক্ষয়ী যুদ্ধও হবে না। গর্জে উঠলেন দুর্যোধন। সদম্ভে শ্রীকৃষ্ণকে বললেন, ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’।

মেদিনী। হিন্দু পুরাণ মতে পৃথিবীকে এই নামেই ডাকা হয়। ইংরেজিতে Earth। প্রত্যেক ভাষাতেই আর্থ বা পৃথিবীর নিজস্ব নাম আছে। যেমন পর্তুগীজরা বলে ‘টেরা’। টার্কিশ ভাষায় ‘দুনিয়া’, ডাচরা আবার বলে ‘আদ্রে’। তবে যে নামেই ডাকা হোক না কেন, এই শব্দের উৎস ‘ভূমি’ বা ‘মাটি’। এখন প্রশ্ন হল, পৃথিবীর নাম ‘EARTH’ কে রেখেছিল?

আর্থ নামটা এসেছে ইংরেজি এবং জার্মান শব্দ থেকে। শব্দ দুটি হল ‘eor(th)e/ertha’ ও  ‘erde’। মানে হল গ্রাউন্ড বা ভূমি। এই নামের বয়স বড়জোড় হাজার বছর। তার বেশি নয়। কিন্তু একটা মজা আছে। সেটা হল, সৌরজগতের সমস্ত গ্রহের নামই গ্রিক বা রোমান দেবতাদের নাম থেকে নেওয়া হয়েছে। একমাত্র পৃথিবী ছাড়া।

Earth,Planet,Name,Bengali News
 

যেমন জুপিটার বা বৃহস্পতি। প্রাচীন রোমান দেবতাদের রাজা। ইউরেনাস গ্রিকদের আকাশ দেবতা। মার্সও তাই, রোমান যুদ্ধদেবতার নাম থেকে এসেছে। শুক্র বা ভেনাস প্রাচীন রোমের সৌন্দর্যের দেবী। কিন্তু ‘আর্থ’-এর শিকড় কোথায়? গ্রিক পুরাণে ‘গাইয়া’ বলে এক দেবীর উল্লেখ পাওয়া যায়। মনে করা হয়, তিনিই প্রকৃতির জন্ম দিয়েছেন। কিন্তু ‘গাইয়া’র সঙ্গে ‘আর্থ’ শব্দটা মেলে না। রোমান দেবতাদের নামের সঙ্গেও নয়।

তাহলে পৃথিবী নামক গ্রহের নাম ‘আর্থ’ কে দিল? কোথা থেকে এল এই শব্দ? এর উত্তর কেউ জানে না। ঠিক কবে থেকে ‘আর্থ’ বা ‘এর্দে’ বলে ডাকা শুরু হল, সেই হিসেব কেউ রাখেনি। কোনও পুঁথি বা ভূর্জপত্রেও তার সন্ধান মেলে না। সময়ের স্রোতে সেই নাম হারিয়ে গিয়েছে। এই নাম কোনও একজন দিয়েছিলেন নাকি কোনও গোষ্ঠী পৃথিবীকে এই নামে ডাকতে শুরু করেন, তাও আজ আর জানা যায় না। সব গ্রহের নাম গ্রিক বা রোমান দেবতাদের নামে হলেও পৃথিবীর এমন ‘দেবছাড়া’ নামের কারণ কী, সেই রহস্যও সময়ের গর্ভে হারিয়ে গিয়েছে।




Leave a Reply

Back to top button