নতুন ছবির শুটিং দেবের সঙ্গে সোহম, উপচে পড়ল ভিড়

সবুজ এবং পাহাড়ের ঘেরা ডুয়ার্স এমনিতেই পর্যটকদের কাছে খুব প্রিয় জায়গা। সারা বছরে অনেক পর্যটক সেখানে উপস্থিত হন। পাহাড়ের আবহাওয়াতে প্রাকৃতিকগতভাবে একটা থ্রিলার বা সাসপেন্সের ভাব থাকায় অনেক পরিচালকই এখানে শুটিং করতে ছুটে গেছেন।

শুভঙ্কর, মেটেলি: নিজের পরের ছবির শুটিং শুরু করে দিলেন বাংলার সুপারস্টার দেব। এই ছবিতে তাঁর সঙ্গে সোহমকেও দেখা যাবে। দেবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা। ছবির শুটিংয়ের জন্যই তাঁরা পৌঁছেছেন ডুর্য়াসে। ডুয়ার্স মেটেলি ব্লকের সামসিং এলাকায় শুটিং হয় নতুন ছবি ‘প্রধানের’। পাহাড় অঞ্চলের পাশাপাশি সমতলেও এই ছবির শুটিং করা হবে বলে জানা গেছে।

সবুজ এবং পাহাড়ের ঘেরা ডুয়ার্স এমনিতেই পর্যটকদের কাছে খুব প্রিয় জায়গা। সারা বছরে অনেক পর্যটক সেখানে উপস্থিত হন। পাহাড়ের আবহাওয়াতে প্রাকৃতিকগতভাবে একটা থ্রিলার বা সাসপেন্সের ভাব থাকায় অনেক পরিচালকই এখানে শুটিং করতে ছুটে গেছেন। অনেক ছবিরই শুটিং এই অঞ্চলে হয়েছে। তবে মাঝে বেশ কয়েকবছর ডুয়ার্স অঞ্চলে সেই ভাবে শুটিং করা হয়নি। অনেকদিন পরে শুটিংয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মনে উত্তেজনার সৃষ্টি হয়। প্রিয় নায়কদের হাতের কাছে পেয়ে ছাড়তে চাননি অনেকে। খবর ছড়াতেই ভিড় উপচে পড়ে।‘প্রধানে’র সেট মারফত জানা গেছে, আরও বেশ কয়েকদিন ধরে এখানে শুটিং করবেন দেব, সোহমরা। দক্ষিণ ধুপঝরায় একটি বেসরকারি হোটেলে থাকছেন দেব-সোহম সহ ছবির সঙ্গে যুক্ত সকলে। শুটিংয়ের জন্য সামসিং, মেটেলি এলাকা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস ব্যবহার করা হতে পারে বলে জানা যাচ্ছে।

Pradhana,Dev,Soham,Dooars,Bengali movie shooting

দেবের বেশ কয়েকটি ছবি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যে অন্যতম ‘বাঘাযতীন’। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য রমরমিয়ে চলছে হলগুলোতে। এই ছবি থেকে ব্যবসাও দারুণ হয়েছে। বাংলা সিনেমা জগতের দেব নিজের ক্যারিয়ার ‘কমার্শিয়াল’ ছবির মাধ্যমে করলেও এখন একটু অন্য ধরার ছবি করছেন এই অভিনেতা। এবার নিয়ে আসছেন ‘প্রধান’। ছবিতে দেবের চরিত্রের নামও দীপক শুধু বদলে গেছে টাইটেলটা। এই ছবিতে এক পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। দর্শকরা অপেক্ষায় আছেন, আবার নতুন কোন রুপে তিনি সকলের সামনে হাজির হন সেটা দেখার জন্য।




Leave a Reply

Back to top button