‘পঞ্চমীর’ স্মৃতি পেরিয়ে নতুন অধ্যায় শুরু রাজদীপের! অভিনেতার কামব্যাকে খুশি দর্শক
ধারাবাহিকে ফিরছেন জ্যাসমিন-রাজদীপ! সঙ্গী হলেও জুটিতে নয়...

পূর্বাশা, হুগলি: সদ্য শেষ হয়েছে জি বাংলার পরিচিত ধারাবাহিক পঞ্চমী। এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা রাজদীপ গুপ্তা। কিন্তু শেষ মুহুর্তে ‘পঞ্চমী’ ছেড়ে চলে আসেন অভিনেতা। জানা যায়, বিশেষ কোনো কারণ নয়। বরং পূর্বনির্ধারিত স্ক্রিপ্ট অনুসারেই পাঠ শেষ হয়েছে তাঁর। ধারাবাহিকের শেষ পর্বে ‘কিঞ্জলের’ বদল মানতে পারেন নি দর্শক। তবে এবার মনখারাপের বদলে নতুন অধ্যায় উপহার দিতে চলেছেন অভিনেতা। নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে রাজদীপ গুপ্তাকে।
জানা যাচ্ছে, সান বাংলার নতুন একটি সিরিয়ালে অভিনেতা হিসেবে কাজ করতে চলেছেন রাজদীপ। ধারাবাহিকে তাঁর সঙ্গী হবেন অভিনেত্রী জ্যাসমিন
রায়। তবে জুটিতে দেখা যাবে না তাঁদের। বরং কাহিনীতে থাকবে একাধিক ট্যুইস্ট। ইতিমধ্যে গাঁটছড়া ধারাবাহিকে ‘তানির’ চরিত্রে দেখা গিয়েছে
জ্যাসমিন রায়কে। সান বাংলার ‘আমার সোনা চাঁদের কণা’ ধারাবাহিকে লিড রোলে ছিলেন তিনি। আরও একবার সান বাংলাতেই নতুন গল্পে ফিরতে চলেছেন অভিনেত্রী।
শীঘ্রই এই ধারাবাহিকের বিষয়ে বিস্তারিত জানা যাবে। তার আগে মুখ খুলতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। অভিনেতা রাজদীপ জানিয়েছেন, প্রাথমিক কথাবার্তা হয়েছে। তবে পাকা কিছুই হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে।