শিমুলের পক্ষ নেওয়া শুরু শাশুড়ির, এবার মহাধামাকা পর্ব ‘কার কাছে কই মনের কথা’য়

এই প্রথমবার শিমুলের শাশুড়ি শিমুলকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। শেষ পর্যন্ত এই দৃশ্যটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। কারণ কোনও দর্শকই ভাবতে পারিনি যে তাঁর শাশুড়ি এমন কাজ করতে পারে।

শুভঙ্কর, কলকাতা: জি বাংলায় কয়েকদিন আগে এসেছে জনপ্রিয় সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’। শুরু থেকেই এই সিরিয়ালে দেখানো হচ্ছে একটা মেয়েকে ক্রমাগতই তার শ্বশুরবাড়িতে অপমানিত হচ্ছে। যদিও এই দৃশ্যকে দর্শকেরা ভালোভাবে নেয়নি। আর সেই জন্যই টিআরপিরের লড়াইয়ে নজর কাটতে পারেনি। তবে এবার গল্পে নিয়ে আসা হল টুইস্ট। এই প্রথম বার দেখা গেল শিমুলের শাশুড়ি শিমুলের পাশে দাঁড়াল তার ছোট ছেলের বিরুদ্ধে গিয়ে। কয়েকদিন আগে দেখানো হয়েছিল শিমুল পাড়ার ফাংশানে লুকিয়ে নাচ করার জন্য তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। শুধু শিমুলের শাশুড়ি নয় তাঁর স্বামীও শিমুলের সঙ্গে খারাপ ব্যবহার করে। দিনের পর দিন শিমুলি অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই বাড়ি থেকে বেরিয়ে আসে। শুধু বাড়ি থেকে বেরিয়ে আশায় নয় সে পরাগকে ডিভোর্সও দিতে চায়।

এই প্রথমবার শিমুলের শাশুড়ি শিমুলকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। শেষ পর্যন্ত এই দৃশ্যটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। কারণ কোনও দর্শকই ভাবতে পারিনি যে তাঁর শাশুড়ি এমন কাজ করতে পারে। যদিও বাড়ি ফিরে এসে শিমুল এক অন্য রূপ নেয়। বাড়ি এসেই শিমুল কাজ নিয়ে বোঝাপড়া করে নেয় শাশুড়ির সঙ্গে। এছাড়াও সে বুঝিয়ে দেয় বাড়ির বউকে দিয়ে সব কাজ করানো অপরাধ। পরাগের বিয়ে হওয়ার পরেই শাশুড়ি মা বাড়ির কাজের লোককে ছাড়িয়ে দেয়। তাই শিমুল এখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সে এক হাতে সবকিছু করতে পারবে না। সে খালি রান্না করবে। বাকি কিছু করবে‌না। এক প্রকার বাধ্য হয়েই তার শাশুড়ি এই শর্ত মেনে নেয়। এছাড়াও শিমুলকে সুচরিতা ও বিপাশা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আসে।

Kar kache koi moner kotha,Zee Bangla,daily serial,shimul

শিমুলের শাশুড়ি প্রথমে রাজি না থাকলেও পরে রাজি হয়। তবে একটা শর্তেই ঘুরতে যাওয়ার অনুমতি দেয় শাশুড়ি। শাশুড়ি বলে যদি যে পুতুলকে সঙ্গে নিয়ে যায় তাহলে সে ঘুরতে যেতে পারবে। যদিও শিমুল আগে থেকে ভেবে রেখেছিল পুতুলকে নিয়েই যাবে। যদিও মায়ের এই অনুমতি দেওয়াকে নিয়ে তার ছোট ছেলে পলাল মেনে নিতে পারেনি। পলাশ বলে আমি এটা কিছুতেই মানতে পারছি না। কিন্তু এই প্রথমবার পলাশের কথা বিরোধিতা করেন শিমুলের শাশুড়ি। আর যা দেখেই দর্শকদের বেশ মন কেড়েছে। শুধু মন কাড়ায় নই দর্শকরা খুশিও হয়েছেন।




Leave a Reply

Back to top button