‘ডান্স বাংলা ডান্সে’র সেট চোখে হারায় তাকে! হাম্পটির আসল পরিচয় জানেন?

দর্শকরা যেমন খুবই পছন্দ করেন, তেমনই সে সেটের সকলের নয়নের মণি। বিশেষ করে মিঠুন চক্রবর্তী সব সময় আগলে রাখেন তাকে। অল্প কিছু সময়ের মধ্যে বাংলা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই খুদে প্রতিভা। তবে জানেন কে এই হাম্পটি?

শুভঙ্কর, কলকাতা: এখন টিআরপির মধ্য গগনে রয়েছে ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শো। প্রতিবছরই এই শো-এর বিশেষ কিছু আকর্ষণ থাকে। যা দর্শকদের টেনে আনে এই অনুষ্ঠান দেখার জন্য। জি বাংলা থেকে সম্প্রচারিত এই প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো-এর এইবারে প্রধান আকর্ষণ হাম্পটি। হ্যাঁ মিঠুন চক্রবর্তীর পাশের আসনটিতে বসা গোলগাল চেহারার মিষ্টি ছেলেটিকে নিয়েই এখন যত আলোচনা দর্শক মহল। তার ফলে হু-হু করে টিআরপি বাড়ছে ‘ডান্স বাংলা ডান্সে’র। তবে প্রশ্ন জাগে নিশ্চয়ই এই হাম্পটিকে। এই প্রতিবেদনে সেটাই বলব।

নাচের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রতিবছরই দর্শকদের বিনোদনের জন্য খুদে শিল্পীরা থাকে। কখনও সঞ্চালক হিসাবে কখনও বা অতিথি হিসেবে। এইবারে যাকে দেখা যাচ্ছে সে সকলের প্রিয় হাম্পটি। দর্শকরা যেমন খুবই পছন্দ করেন, তেমনই সে হল সেটের সকলের নয়নের মণি। বিশেষ করে মিঠুন চক্রবর্তী সব সময় আগলে রাখেন তাকে। অল্প কিছু সময়ের মধ্যে বাংলা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই খুদে প্রতিভা। তবে জানেন কে এই হাম্পটি?

Zee Bangla,Dance Bangla Dance,Humpty,Adarsh Das

জনপ্রিয় এই রিয়ালিটি শো-এর দর্শকদের নিজের আধো আধো কথা, নায়িকাদের সঙ্গে খুনসুটিতে সবাইকে মাত করে রেখেছে এই হাম্পটি। তার বাড়ি কলকাতাতেই। আসল নাম আদর্শ দাস। তার বয়স মাত্র তিন বছর। আর এই বয়সেই বড় বড় তারকাদের সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছে সে। তার অনেক বড় ফ্যানবেস গড়ে উঠেছে এখনই। এতটুকু বয়সেই সে সোশাল মিডিয়া থেকে খ্যাতি পেয়েছে তা সত্যিই অবাক করার মত। শুধুমাত্র বাংলার দর্শকরাই তার ভক্ত নন, মিঠুন থেকে শুরু করে শুভশ্রী, শ্রাবন্তী, অঙ্কুশ, মৌনিরাও তার ভক্ত। আদর্শ নিজের ভাল পারফরমেন্সের জন্য অনেক পুরস্কারও পায় এই বয়স থেকেই। জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত ছিল হাম্পটি। সেখানে তাকে পুরস্কৃত করা হয়। তার কথার ধরণের পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে কোমর দোলানো দেখে হেসে লুটোপুটি খায় বিচারক থেকে বাংলার দর্শকরা। তারা প্রত্যেকেই আশা করছেন আগামীতে বড় সাফল্য পাবে আদর্শ।




Leave a Reply

Back to top button