ছোটবেলার অজানা গল্প ফাঁস করলেন ইরফান পুত্র! সাক্ষাৎকারে অকপট বাবিল খান

"বাবা ক্লাসিক ছবি দেখতে উৎসাহ দিতেন, আমি ভালোবাসতাম ধুম-এর মতো মুভি...": বাবিল খান

পূর্বাশা, হুগলি: বলিউডের জনপ্রিয় তারকা ইরফান খান। তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত সকল স্তরে। স্ক্রিনের দাপুটে অভিনেতা ইরফানের পুত্র বাবিল খান অভিনয় করেন নেটফ্লিক্সের ‘ফ্রাইডে নাইট প্ল্যান’-এ। তারপর থেকে কিছুটা অগোচরেই রয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ছোটবেলা ও বাবার বিষয়ে মুখ খোলেন বাবিল খান।

Bollywood,Movie,Actor,Actor Lifestyle,Irfan Khan,Babil khan

তরুণ অভিনেতা বাবিল জানান, তাঁর বাবা ইরফান তাঁকে সবসময় ক্লাসিক ছবি দেখতে উৎসাহিত করতেন। অথচ তাঁর ইচ্ছে হত ধুমের মতো বলিউড ছবি দেখার। তাঁর কথায়, বাড়িতে বাবা ও মা দুজনেই শিল্পী হওয়ায় সিনেমার জগতেই বেড়ে উঠেছেন তিনি। তাঁদের বাড়িতে বেশিরভাগ সময়েই চলত বার্গম্যান, তারকোভক্সি।

Bollywood,Movie,Actor,Actor Lifestyle,Irfan Khan,Babil khan

বাবিল তাঁর বাবার সম্পর্কে বলেন, তিনি বাড়িতে অভিনয় নিয়ে আলোচনা করতেন না। অভিনয়ের টিপসও দিতেন না। তাঁদের বাড়িতে অভিনয় নিয়ে আলোচনা হত না সেভাবে। তবে ইরফান খান তাঁকে
যে জীবনদর্শন শিখিয়েছেন, তা তাঁর অভিনয়ের ক্ষেত্রে প্রভুত উপকার হয়েছে বলে মনে করেছেন তিনি। উল্লেখ্য, ‘কালা’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেন বাবিল খান। পরবর্তীতে নেটফ্লিক্স সিরিজে অভিনয় করতে দেখা যায় তাঁকে।




Leave a Reply

Back to top button