মেঘের নামে ফের অপবাদ জিষ্ণুকে নিয়ে! চরম উত্তেজনা পর্ব ফাঁস ‘ইচ্ছে পুতুলের’
আগামী পর্বগুলোতে আরও প্যাঁচালো পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে ময়ূরী। ‘ইচ্ছে পুতুলের’র আসন্ন পর্বে দর্শকরা দেখবে গুরুজির কথা মতো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেঘ। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে নীলের তীব্র আপত্তি ছিল।

শুভঙ্কর, কলকাতা: ঘটনার ঘনঘটা লেগেই আছে বাংলার সিরিয়ালগুলোতে। জি বাংলার সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) নিয়েও দর্শকমহলের চর্চা কম নয়। মেঘ, নীল, ময়ূরীর জীবনের বিভিন্ন চড়াই-উতরাই তাঁদের সম্পর্কের টানাপোড়েন এইসব দেখতে বেশ ভালই লাগে বাংলার দর্শককের। মেঘ ও নীলের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ময়ূরী। তাতে পাও দেয় নীল। এই চক্রকে কেন্দ্র করেই এখন সিরিয়ালের বিভিন্ন এপিসোড আসছে দর্শকের সামনে। সম্প্রতি দেখানো হয়েছে নিজের প্রাণ বাঁচাতে মেঘের বলা সব শর্ত মেনে নিয়ে নীলের কাছে নিজের সব ভুল স্বীকার করে নিয়েছে ময়ূরী। এটা দেখার পর দর্শকরা ভাবতে থাকেন তাহলে হয়তো মিল হতে চলেছে মেঘ-নীলের। তবে ‘পিকচার আভি বাকি হে’।
আগামী পর্বগুলোতে আরো প্যাঁচালো পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে ময়ূরী। ‘ইচ্ছে পুতুলের’র আসন্ন পর্বে দর্শকরা দেখবে গুরুজির কথা মতো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেঘ। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে নীলের তীব্র আপত্তি ছিল। তবে সেটাকে অগ্রাহ করেই মেঘ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অপরদিকে গুরুজির আর এক শিষ্য জিষ্ণু(Jishnu) মেঘকে মন থেকে ভীষণ পছন্দ করতে শুরু করেছে। মেঘকে খুশি রাখতে বিভিন্ন সময় নানা রকম চেষ্টা করতে থাকে সে। ধারাবাহিকের পরের এপিসোডে দেখা যাবে মেঘকে জেতানোর জন্য নিজে ইচ্ছে করে ভুল গান গেয়ে প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাবে জিষ্ণু। এরপর বিজয়ীর খেতাব পাবে মেঘ। এই বিষয়টা নিয়েই নীলের কানে বিষ ঢালবে ময়ূরী। নিজের কথার মার প্যাচে ফের এবং তার পরিবারের লোকজনকে হাতের কব্জায় করে নেবে। ইতিমধ্যেই মেঘের বিষয়ে নিজের মাকে ভুল বোঝানো শুরু করে দিয়েছে ময়ূরী। এবার দেখানো হবে ময়ূরী নীলকে আবার ভুল বোঝাচ্ছে। জিষ্ণু মেঘকে ভালোবাসে। আর সেই জন্যই সে মেঘকে জেতানোর জন্য ইচ্ছা করে প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়েছে। একথা শুনে মেঘের ওপর বেজায় রেগে যায় নীল। সে পণ করে, মেঘকে কোনও দিক থেকেই সে জয়ী হতে দেবে না।
নীল মেঘের প্রতিক্ষেত্রেই অবনতি ভাবতে থাকে। ময়ূরী আরো বলতে থাকে অন্য কোন সম্পর্কে লিপ্ত হয়েছে মেঘ যা শুনে সে আরো রেগে যায়। এখন আগামী পর্বগুলোতে কি হয় সেটাই দেখার। তাহলে আবার কি নিজের স্ত্রীকে অপবাদ দেবে নীল? রূপের পর এবার জিষ্ণুকে নিয়ে তাদের সম্পর্কের টানা পড়েন শুরু হবে নাকি শুরুতেই ভেস্তে যাবে ময়ূরীর ‘চাল’!