কথায় কথায় ‘PNPC’? শুধুই খারাপ নয় রয়েছে ভালো গুণও! জানতেন আগে?
পরনিন্দা পরচর্চার পাঁচ ভালো গুণ! জেনে নিন এক্ষুনি

পূর্বাশা, হুগলি: পরনিন্দা পরচর্চার শর্ট ফর্ম হল ‘PNPC’। সাধারণত মানুষের পিছনে তাঁকে নিয়ে চর্চা করাকেই ‘পিএনপিসি’ বলে উল্লেখ করা হয়।
সাধারণত এই আচরণ অত্যন্ত খারাপ হলেও প্রায় সব মানুষই এতে অংশগ্রহণ করেন। তবে এই ‘PNPC’-এর কিছু ভালো গুণও রয়েছে। আসুন জেনে নিই সেগুলি কী কী।
১) গবেষণা বলছে, দিন শেষে গসিপ করলে মানুষের মন তরতাজা হয়। হালকা হয়। বেশ কিছু এনার্জি লস হলেও মনে অন্য প্রতিক্রিয়া ফুটে ওঠে।
২) গসিপ করলে আমরা আমাদের মনের উদ্বেগ ও অবিশ্বাসগুলি সকলকে জানাতে পারি। এতে মনের দিক থেকে উপকার হয়।
৩) আপনি যখন কারোর কোনোও ব্যবহার বা আচরণ নিয়ে গসিপ করেন এবং যার সাথে গসিপ করছেন তাঁর সাথেও একই ঘটনা ঘটেছে বলে জানতে পারেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে।
৪) গসিপ করলে বহু অজানা কথা সামনে বেরিয়ে আসে যা হয়তো আপনার জানা উচিত ছিল অথচ আপনি আগে জানেন নি।
৫) গসিপ থেকে আপনি অজান্তেই সেই ব্যক্তির করা ভুলগুলো থেকে শিখতে পারেন। আর এর ফলে আদতে লাভ হয় আপনার নিজেরই।