২) স্বামী বিবেকানন্দ: পৃথিবী জুড়ে যে মহাপুরুষরা শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন তাঁদের মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম। তাঁর শিক্ষায় উজ্জীবিত হন সারা বিশ্বের তথা ভারতের যুবক-যুবতী।
1/5
৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: ভারতের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য তাঁর অবদান অনস্বীকার্য।
2/5
৫) চানক্য: প্রাচীন ভারতের জ্ঞানী মানুষদের মধ্যে অন্যতম একজন হলেন চানক্য। তিনি ছিলেন মস্ত দার্শনিক অর্থনীতি বিশারদ ও চিন্তাবিদ। পাশাপাশি তিনি ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন।
3/5
৩) এপিজে আবদুল কালাম: ভারতের সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন এপিজে আবদুল কালাম। তিনি একাধারে শিক্ষক ও মেন্টর। তাঁকে বলা হয় ভারতের ‘মিসাইল ম্যান’। ছাত্রছাত্রীরা তাঁর কাছে ছিল সন্তান তুল্য। তাঁর অমর বক্তৃতা ও শিক্ষা তিনি ছড়িয়ে দেন ভারতবর্ষে।
4/5
১) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ: তিনি ছিলেন ভারতের সর্বকালীন শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন। তাঁর জন্মদিনকে ভারতবর্ষে ‘শিক্ষক দিবস’ রূপে পালন করা হয়।