অনুরাগের ছোঁয়া’ মহাপর্ব! হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে দীপা, হারিয়ে যাবে স্মৃতিশক্তি?

বেঙ্গল টপার 'অনুরাগের ছোঁয়ার' মোড় বদলাচ্ছে! স্মৃতি ভুলবে দীপা...

পূর্বাশা, হুগলি: ‘বেঙ্গল টপারের’ শিরোপা জিতেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। এক দিকে অভিনেত্রী দীপার ভালোবাসার লড়াই অন্য দিকে সোনা, রূপার মতো দুই খুদে নজরকাড়া অভিনয়। দিনকে দিন টিআরপি বাড়ছে স্টার জলসার এই ধারাবাহিকের। সিরিয়ালের নায়ক সূর্য ক্রমাগত ভুল বুঝে যাচ্ছে নায়িকা দীপাকে। দীপার দুই সন্তানও তাঁকে অস্বীকার করছে। এই অবস্থায় মনের দুঃখে জীবন শেষ করে দিতে চায় দীপা। আর সে সময়েই পিছন থেকে ছুটে আসা লরির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে সে।

Tollywood,Bengali serial,Anurager Chowa,Special episode,Star jalsha

দীপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বোঝা যায় তাঁর অবস্থা খুবই খারাপ। অনেকটা রক্তপাত হওয়ায় আশঙ্কাজনক পরিস্থিতি তাঁর। দীপার শারীরিক অবস্থা এতটাই অবনতি ঘটে যে চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেয় সে। ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে দীপার শরীর। তবে বেশ কিছুক্ষণ-এর ব্যবধানে ফের সাড়া দেয় দীপা। সূর্য জানায় দীপার অবস্থা কিছুটা স্থিতিশীল।

Tollywood,Bengali serial,Anurager Chowa,Special episode,Star jalsha

এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, স্টার জলসা এই জনপ্রিয় ধারাবাহিকের মোড় বদলাতে পারে। যার ফলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে দীপা। অর্থাৎ সূর্য ও সোনা, রূপা অচেনা হয়ে যাবে দীপার চোখে। তারপর ফের অনেক লড়াই শেষে স্মৃতি ফেরত পাবে সে। আপাতত কী হয়, না হয় জানার জন্য টিভি স্ক্রিনে চোখ রাখবেন দর্শকরা। ট্যুইস্ট আসছে সেখানেই।




Leave a Reply

Back to top button