বাসনে জমা পোড়া দাগ তুলতে ব্যবহার করুন এটি! দুই মিনিটের মধ্যে ঝকঝক করবে বাসন
বাসনের পোড়া দাগ তোলার সহজ উপায়, মাথায় রাখুন এই টিপস

পূর্বাশা, হুগলি: সাধারণত রান্নাবান্না করার সময় বাসনে নানা ধরনের দাগ পড়ে। কখনও রান্নার জেদি দাগ তো কখনও কালো পোড়া দাগ। এই সকল দাগগুলি ঘষে মেজে তোলা একপ্রকার কঠিন হয়ে পড়ে। তবে জানেন কী এই দাগ থেকে মুক্তি পাওয়ার এক সহজ উপায় রয়েছে আমাদের হাতের কাছেই। বিনা পয়সায় কড়া দাগ থেকে রেহাই মিলবে তাতে।
সাধারণত বাসনে পড়া কালো দাগ এতটাই জেদি হয় যে লিক্যুইড সাবান, বা স্ক্রাবার দিয়ে ঘষেও সে দাগ তোলা সম্ভব হয় না। তাই নামি দামি ব্র্যান্ড ছেড়ে প্রকৃতিক উপায়ে ফিরে আসুন। আগে যখন সাবান ছিল না, তখন বাসন মাজার জন্য ব্যবহার করা হত বালি। কারণ বালিতে থাকা খড়খড়ে ভাব প্রাকৃতিক স্ক্র্যাবারের মতো কাজ করে। তাই পোড়া দাগ তুলতে ব্যবহার করতে পারেন বালি।
এছাড়া, পাতিলেবু ও ভিনিগার ভালো বাসন পরিষ্কার করে। বাসনের দুর্গন্ধ তুলতেও সাহায্য করে এটি। অনেক সময় বালির বদলে নুনের ব্যবহার করা হয়। এটিও যথেষ্ট কার্যকরী। বাসনের কড়া দাগ তুলতে অনেক বাড়িতে ব্যবহার করা হয় বেকিং সোডা। ভেজা বাসনে বেকিং সোডা মাখিয়ে দশ মিনিট রেখে দিলে বাসন ঝকঝকে পরিষ্কার হয়।