শেষ পর্যন্ত এলোনা নীল, তবে এবার লগ্ন ভ্রষ্ট হওয়ার থেকে বাঁচলো ময়ূরী কে বিয়ে করল তাকে

ফের ময়ূরী বিয়ের কনে সাজে। আবারো অপেক্ষা করে নীলের জন্য বিয়ের সাজে। এবারও সেই নীল আসেনি। এসব দেখে ফের একবার ভয়ে বুক কেঁপে ওঠে ময়ূরীর মা মধুমিতার। তবে এই বিয়েতে আমন্ত্রিত ছিল মেঘের বন্ধু জিষ্ণু

শুভঙ্কর, কলকাতা: বাংলা সিরিয়াল জগতে বর্তমানে সবচেয়ে চর্চিত সিরিয়াল ‘ইচ্ছে পুতুল।’ নিজের অভিনয় দক্ষতায় সব সময়ই চর্চিত হয়ে আসছে ‘মেঘ’। সিরিয়াল দেখান হচ্ছে বারবার ভুল বুঝে মেঘকে সরিয়ে দিচ্ছে নীল। তবে এবার মেঘ ঠিক করেই নিয়েছে সে আর ফিরবে না নিলের কাছে। সিরিয়ালটিতে কোনও না কোনও চমক প্রতিমুহূর্তেই দেখা যাচ্ছে। আগামী দিনেও ধারাবাহিকে আসতে চলেছে এক মহাধামাকা। এই সিরিয়ালের দর্শকেরা একসময় বিরক্তি হয়ে পড়েছিল এক ঘেয়ে জিনিস দেখানোর জন্য। কিন্তু এবার সেই একঘেয়েমি থেকেই আসছে নতুন চমক। আগামীতে দেখা যাবে ময়ূরীর আবার সেই চক্রান্ত জিতে যায়। সকলের কাছে ছোট হয়ে যায় মেঘ। আরো একবার ময়ূরীর বিয়ে ঠিক হয়। কিন্তু শেষ মুহূর্তে ময়ূরীর সব চাল ভেস্তে যায়। ঠিক প্রথমবারে যেমন হয়েছিল দ্বিতীয়বারেও ঠিক সেমনই হয়।

ফের ময়ূরী বিয়ের কনে সাজে। আবারো অপেক্ষা করে নীলের জন্য বিয়ের সাজে। এবারও সেই নীল আসেনি। এসব দেখে ফের একবার ভয়ে বুক কেঁপে ওঠে ময়ূরীর মা মধুমিতার। তবে এই বিয়েতে আমন্ত্রিত ছিল মেঘের বন্ধু জিষ্ণু। ময়ূরী লগ্নভ্রষ্ট হওয়ায় মেঘের অনুরোধে সে ময়ূরীকে বিয়ে করে। যদিও ময়ূরী প্রথমে বিয়েটা করতে চাইনি। কিন্তু তারপর নীলের প্রতি একরাশ অভিমান এবং মেঘের প্রতি ঘৃণা নিয়েই সে জিষ্ণুকে বিয়ে করতে বাধ্য হয়। সেই বিয়ে চলাকালীনই মন্ডপে উপস্থিত হয়নি নীল। আর নীলকে দেখে মধুমিতা আবারও রেগে যায়। ময়ূরীর মা মধুমিতা বলেন কেন সে আবার এমন করল । প্রত্যুত্তরে নীল জানান আমি যখন এসেছি আমি আমার বউকে নিয়েই বাড়ি ফিরব।

Icche putul,Zee Bangla,daliy serial,megh,nil

যদিও এসব ঘটনা দেখে হতভম্ব মধুমিতা। এরপর দেখা যাবে সিরিয়ালটিতে মন্ডপে উপস্থিত হবে নীলের বাবা-মাও। নীলের বাবা-মা মেঘের বাবা-মাকে বলেন, ‘আপনার মেয়েদেরকে বিদায় দেওয়ার ব্যবস্থা করুন সময় হয়ে গেছে।’ এই কথা শুনে অবাক মেঘের বাবা-মা। কারণ সবাই জানে ময়ূরীর বিয়ে হয়েছে তাকে বিদায় দিতে হবে। কিন্তু মেঘের ব্যাপারটা কিছুতেই তারা বুঝতে পারছে না। কারণ এখন যা পরিস্থিতি সিরিয়ালটিতে তাতে আর যাই হয়ে যাক মেঘ নীলের সাথে ওদের বাড়িতে ফিরবে না। কিন্তু শেষ পর্যন্ত কি হতে চলেছে তা দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সিরিয়ালটিতে।




Leave a Reply

Back to top button