১) ‘ইন্ডিয়ার’ বনাম ‘ভারত’ ইস্যুতে সরগরম রাজনীতি। রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ বদলে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। আর এই ব্যাপারটি সামনে আসতেই শুরু তর্কবিতর্ক।
1/5
২) সেই বিতর্কেই এবার ঘি ঢাললেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। দুবছর আগের তাঁর একটি বক্তব্য -এর স্ক্রিনশট ট্যুইটার (এক্স) মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী।
2/5
৩) যেখানে তিনি বলেছিলেন, ‘ইন্ডিয়া’ নাম থেকে দূরে থাকা উচিত। কারণ আমরা ভারতীয় আর আমাদের দেশ হল ‘ভারত’।
3/5
৪) বলি অভিনেত্রী কঙ্গনা ‘ভারত’ নামের দিকেই পাল্লা ভারী করেছেন। তাঁর মতে, ইন্ডিয়া হল ব্রিটিশ সরকারের ‘সিন্ধু’ উচ্চারণের অপভ্রংশ। উচ্চারণ দোষে ‘সিন্ধু’ থেকে ‘ইন্দুস’ আর ‘ইন্দুস’ থেকে ‘ইন্ডিয়া’ হয়েছে।
4/5
৫) অভিনেত্রীর আরও বক্তব্য, ‘ভারত’ নামটি অর্থপূর্ণ। কিন্তু ‘ইন্ডিয়া’ নয়। পরিশেষে তাঁর কথায়, ‘আমরা ইন্ডিয়ান নই, আমরা ভারতীয়।’