প্লাবিত রানীগঞ্জ কয়লাখনি, উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়লেন অক্ষয় কুমার, মুক্তি পেল নয়া ছবির ফার্স্ট লুক
১৯৮৯-এর ভয়ঙ্কর সেই রাত। রানীগঞ্জের কয়লা খনিতে আটকে পড়েছিলেন বহু মানুষ। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই মানুষদের ত্রাতা হয়ে এসেছিলেন যশবন্ত সিং গিল। প্রাণ বাঁচিয়েছিলেন বহু মানুষের। এবার সেই ভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার।

১৯৮৯-এর ভয়ঙ্কর সেই রাত। রানীগঞ্জের কয়লা খনিতে আটকে পড়েছিলেন বহু মানুষ। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই মানুষদের ত্রাতা হয়ে এসেছিলেন যশবন্ত সিং গিল। প্রাণ বাঁচিয়েছিলেন বহু মানুষের। এবার সেই ভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। বৃহস্পতিবার প্রকাশ্যে এল তার ফার্স্ট লুক।
ছবির নাম ‘মিশন রানীগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। সম্পূর্ণ পাঞ্জাবি অবতারে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। মাথায় পাগড়ি, মুখে দাড়ি। ছবির ফার্স্ট লুক শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘হিরোরা মেডেল পাওয়ার জন্য কাজ করে না। জানুন ভারতের এক দুর্ধর্ষ যোদ্ধার গল্প। মিশন রানীগঞ্জ আসছে’। ছবির টিজার রিলিজ করবে আগামীকাল।
যশবন্ত সিং গিল ছিলেন অমৃতসরের সাথিয়ালার বাসিন্দা। ১৯৩৭ সালের ২২ নভেম্বর জন্ম। অমৃতসরের বিখ্যাত খালস কলেজে পড়াশোনা। ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লাখনি প্লাবিত হয়ে যায়। বহু মানুষ খনির ভিতরে আটকে পড়েন।
সেই বিপদের সময় সিনিয়র অফিসার হিসেবে ঝাঁপিয়ে পড়েন যশবন্ত। তাঁকে খনির ভিতরে যেতে বারণ করেন অনেকেই। কিন্তু শোনেনি যশবন্ত। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় ৬৫ জন শ্রমিককে উদ্ধার করেন। সেই ঘটনা নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।
এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে পরিনীতি চোপড়াকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, শিশির শর্মা, মুকেশ ভাট প্রমুখ। বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং অজয় কপুর প্রযোজিত এই ছবি ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।