“অনুরাগের ছোঁয়া’য় ধামাকা পর্ব, মিসকাকে সরাতে কী করা হল তার সঙ্গে
এই সিরিয়ালটা দিন দিন দর্শকদের কাছে এমন বিরক্তিকর হয়ে উঠছে যে টিআরপিতেও এর প্রভাব পড়ছে। সময় এই ধারাবাহিকটি ছিল টিআরপির একদম উপরে। বর্তমানে তার অবস্থা খারাপ হয়েছে। এই দর্শকদের আবার আকৃষ্ট করতে সিরিয়ালটিতে আনা হচ্ছে টুইস্ট।

শুভঙ্কর, কলকাতা : বাঙ্গালি মা- কাকিমাদের কাছে সবথেকে বিনোদন বাংলা সিরিয়াল। কারণ সিরিয়ালের সব সময় দেখানো হয় নায়ক নায়িকার মিল-রাগ-অভিমান। কিন্তু এমন একটি সিরিয়াল আছে যেখানে সব সময় দেখানো হচ্ছে নায়ক-নায়িকার মধ্যে শুধু ঝামেলা আর ঝামেলা। মিল হওয়ার তাদের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভিলেনরা শয়তানি করলেও একটা পর্যন্ত সেই শয়তানের মেনে নেওয়া যায়। কিন্তু দর্শকেরা এই সিরিয়ালের প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছে। বুঝতেই পারছেন কোন সিরিয়ালটার কথা বলছে। স্টার জলসায় বহু চর্চিত সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালটি। এই সিরিয়ালটা দিন দিন দর্শকদের কাছে এমন বিরক্তিকর হয়ে উঠছে যে টিআরপিতেও এর প্রভাব পড়ছে। সময় এই ধারাবাহিকটি ছিল টিআরপির একদম উপরে। বর্তমানে তার অবস্থা খারাপ হয়েছে। এই দর্শকদের আবার আকৃষ্ট করতে সিরিয়ালটিতে আনা হচ্ছে টুইস্ট।
সিরিয়ালটিতে অভিনয় করছেন মিশকা। সে যত নষ্টের মূল। কারণ সেই সূর্য ও দিপার মধ্যে ভুল বোঝাবুঝি ক্রমশই তৈরি করে যাচ্ছে। এখানে একটা প্লাস পয়েন্ট হল মিশকাকে সূর্য অন্ধের মত বিশ্বাস করে। এবার মনে করা যাচ্ছে মিশকার খেলার শেষ হতে চলেছে। এখন দেখা যাচ্ছে সিরিয়ালটিতে দীপার অ্যাক্সিডেন্ট হওয়াতে সূর্য একদমই ভেঙে পড়েছে। দীপার চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি, সূর্যই করছে। যদিও এটা একটা সিরিয়াল তাই মনে মনে একটা ভালোবাসা তাদের থাকে। একটা সমস্যা থেকেই যাচ্ছে, তা হল সে এখন মিশকাকে বিশ্বাস করে। তবে সূর্যের ভালোবাসাতেই দীপা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে
এবার মনে করা হচ্ছে সূর্য দীপা কাছাকাছি আসবে। কিন্তু এই সুন্দর মুহূর্তে তাদের বাধা হয়ে মিশকা দাঁড়াতে না পারে সেজন্য তবলা মিশকাকে কিডন্যাপ করবে। দুজন মহিলাকে তার উপর নজরদারি করার জন্য রেখে দেয়। হয়তো এবারই জব্দ হতে পারে মিশকা। কি হতে পারে এই সিরিয়ালে তার জন্য অবশ্যই নজর রাখতে হবে “অনুরাগের ছোঁয়া” সিরিয়ালটিতে।