বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল কোনটা? টিআরপি তালিকায় কার মাথায় উঠল সেরার মুকুট?

প্রতি বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশিত হয়। আর দুরু দুরু বক্ষে অপেক্ষা করেন তামাম অভিনেতা-অভিনেত্রীরা। যেন স্কুলের রেজাল্ট বেরচ্ছে।

প্রতি বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশিত হয়। আর দুরু দুরু বক্ষে অপেক্ষা করেন তামাম অভিনেতা-অভিনেত্রীরা। যেন স্কুলের রেজাল্ট বেরচ্ছে। এখানে পরীক্ষকের ভূমিকায় দর্শক। তাঁরা যে সিরিয়াল দেখতে পছন্দ করেন, সেই সিরিয়ালের টিআরপি বাড়ে।

এখন দর্শক কখন কোনও সিরিয়াল পছন্দ করবেন? সেটা জানার কোনও ফর্মুলা নেই। তবে পরিচালকরা চেষ্টার খামতি রাখেন না। গল্পে যতটা সম্ভব ট্যুইস্ট দেবার চেষ্টা করেন। যাই হোক, তালিকার দিকে চোখ বোলানো যাক।

Tollywood,Bengali Serial,TRP

গত কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু গত কয়েক পর্ব ধরে সেই এক ঘ্যানঘ্যানে চিত্রনাট্য। দীপা-সূর্যের মন কষাকষি দেখতে দেখতে দর্শক বিরক্ত। তারই আভাস পাওয়া গেল টিআরপি-তে। অনুরাগের ছোঁয়া নেমে গেল ২ নম্বরে।

তাহলে এক নম্বরে কে? জগদ্ধাত্রী। জ্যাস একের পর রহস্যের জাল ভেদ করছে, আবার সংসারও সামলাচ্ছে দক্ষ হাতে। এটা বেশ মনে ধরেছে দর্শকদের। গত সপ্তাহ থেকেই ট্রেন্ড বদলাচ্ছিল। অবশেষে অনুরাগের ছোঁয়াকে টপকে এক নম্বরে উঠে এল জগাদ্ধাত্রী।

কামাল দেখাচ্ছে ফুলকি। প্রথম সিরিয়ালেই যে সেরা তিনে জায়গা করে নেবে কে জানত। করে দেখিয়েছেন দিব্যানি। তাঁর অভিনীত সিরিয়াল এখন টিআরপি তালিকায় তিন নম্বরে। চতুর্থ ‘রাঙা বউ’। তার ঠিক পরেই ‘নিম ফুলের মধু’। অর্থাৎ পঞ্চম স্থানে।




Leave a Reply

Back to top button